শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪ - ১৯:১৮
গাজায় মানবতা মরছে

হাওজা / গাজার বিরুদ্ধে দখলদার ইহুদিবাদী সরকারের আগ্রাসনের চারশত ছয় দিন পেরিয়ে গেছে, অথচ এই দখলদার সরকারের আগ্রাসী তৎপরতা অব্যাহত রয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, গাজায় ইহুদিবাদী অভিযানের চারশত ছয় দিন পূর্ণ হলেও উত্তর গাজা উপত্যকার পরিস্থিতি অন্যান্য এলাকার তুলনায় অনেক খারাপ। এক মাসেরও বেশি সময় ধরে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর দ্বারা এই এলাকাটি অবরুদ্ধ রয়েছে।

তাসনিম বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইহুদিবাদী সরকারের হামলার পর থেকে এ পর্যন্ত দেড় লাখেরও বেশি মানুষ শহীদ, আহত ও নিখোঁজ হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

পারাপার বন্ধের ফলে খাদ্য সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে এবং প্রাণ হারিয়েছে বহু শিশু ও বৃদ্ধ।

এক মাসেরও বেশি সময় ধরে জাবালিয়া ক্যাম্প, বেইত হানুন এবং বেইট লাহিয়াতে গণহত্যা চলছে এবং ইসরাইল এসব এলাকায় কোনো সাহায্য পৌঁছাতে দিচ্ছে না। এসব এলাকার বাসিন্দারা দিনরাত বোমাবাজির সম্মুখীন হচ্ছে।

অন্যদিকে, বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিম তীরকে অধিকৃত অঞ্চলের সাথে একীভূত করার ইহুদিবাদী সরকারের অশুভ পরিকল্পনার নিন্দা করেছে।

IRNA-এর প্রতিবেদনে বলা হয়েছে, বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে অধিকৃত ফিলিস্তিনি ভূমিতে পশ্চিম তীরকে একীভূত করার বিষয়ে ইহুদিবাদী অর্থমন্ত্রী বাজালেল স্মুত্রিচের বক্তব্যের নিন্দা করে বলেছে যে, পশ্চিম তীরের একীভূতকরণ ফিলিস্তিনি ভূখণ্ডের সাথে জড়িত। এটি আন্তর্জাতিক আইন এবং ফিলিস্তিনি জনগণের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় স্মুট্রিচের বক্তব্যকে উস্কানিমূলক বলে বর্ণনা করে বলেছে, এসব বক্তব্য উত্তেজনা বাড়াবে।

উল্লেখ্য যে, বিশ্বের অনেক দেশের কর্মকর্তাদের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা স্মুট্রিচের বক্তব্যের নিন্দা করেছে এবং পশ্চিম তীরকে ফিলিস্তিনি ভূমির অংশ হিসেবে ঘোষণা করেছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha