বুধবার ২০ নভেম্বর ২০২৪ - ১২:২৯
গ্র্যান্ড আয়াতুল্লাহ নুরে হামদানি

হাওজা / গ্র্যান্ড আয়াতুল্লাহ নুরে হামদানি কোম শহরে ইরানের সংসদীয় বিষয়ক রাষ্ট্রপতির সহকারী শাহরাম দাবেরির সাথে দেখা করেছেন।

হাওজা নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী, শিয়া মারজা-এ-তাকলিদ আয়াতুল্লাহ আল-উজমা নূরে হামদানি কোম শহরে ইরানের সংসদ বিষয়ক প্রেসিডেন্টের সহকারী শাহরাম দাবেরির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এই বৈঠকে তিনি দখলদার ইহুদিবাদী সরকারের অপরাধের প্রতি ইঙ্গিত করে বলেন: প্রতিদিনই বিভিন্ন সংবাদ সংস্থা থেকে বিপুল সংখ্যক নির্যাতিত মুসলমানের শহীদ হওয়ার দুঃখজনক সংবাদ শুনি।

হযরত আয়াতুল্লাহ নূরে হামদানী বলেন: ইসলামী শিক্ষা ও কুরআন অনুযায়ী পৃথিবীর যে কোন প্রান্তে অন্যায়ভাবে কোন মুসলমানের রক্ত ঝরানো হলে তার জন্য সকল মুসলমান দায়ী এবং এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তাদের কর্তব্য।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha