বুধবার ২০ নভেম্বর ২০২৪ - ১৩:০০
ইহুদিবাদী দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা।

হাওজা / গত বছরের অক্টোবর থেকে চলা এ হামলায় নিহতের সংখ্যা ৪৪ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে।

হাওজা নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে উপত্যকাটিতে গত বছরের অক্টোবর থেকে চলা এ হামলায় নিহতের সংখ্যা ৪৪ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। এ সময়ে আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় কমপক্ষে আরও ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৪৩ হাজার ৯৭২ জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় ৫০ জন নিহত এবং আরও ১১০ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজা উপত্যকাজুড়ে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। এরা ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এ ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। এতে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha