শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ - ১১:১৮
ইমাম জাফর সাদিক (আ.)

হাওজা / যদি আল্লাহ তোমাকে কোনো নিয়ামত দান করেন, তবে দুই রাকাত নামাজ আদায় করো।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন:

যদি আল্লাহ তোমাকে কোনো নিয়ামত দান করেন, তবে দুই রাকাত নামাজ আদায় করো।

প্রথম রাকাতে সুরা ফাতিহা এবং সুরা ইখলাস (একবার করে) তিলাওয়াত করো।

দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা এবং সুরা কাফিরুন তিলাওয়াত করো।

প্রথম রাকাতে রুকু ও সেজদায় বলবে:

الحمد لله شكراً شكراً وحمداً

(আলহামদুলিল্লাহ শুকরান শুকরান ও হামদান)

দ্বিতীয় রাকাতে রুকু ও সেজদায় বলবে:

الحمد لله الذي استجاب دعائي وأعطاني مسألتي

(আলহামদুলিল্লাহিল্লাজি স্তাজাবা দুআয়ি ও আ’তায়ানি মাসআলাতি)

সূত্র: দিয়াউস সালেহিন, পৃষ্ঠা ২৩২।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha