সোমবার ২৫ নভেম্বর ২০২৪ - ১৯:০৬
ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী 'বাসিজে'র হাজার হাজার সদস্যের সমাবেশে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী

হাওজা / ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মানুষের ঘরবাড়িতে বোমাবর্ষণকে বিজয় বলে না।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মানুষের ঘরবাড়িতে বোমাবর্ষণকে বিজয় বলে না। আজ (সোমবার) ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী 'বাসিজে'র হাজার হাজার সদস্যের এক সমাবেশে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী এ কথা বলেন।

তিনি আরও বলেন- বোকা ইহুদিবাদীরা যেন এটা না ভাবে যে তারা মানুষের ঘরবাড়িতে, হাসপাতালে, জমায়েতস্থলে বোমাবর্ষণ করছে বলেই বিজয়ী হয়ে গেছে। বিশ্বের কেউ এটাকে বিজয় বলে মনে করে না।

সর্বোচ্চ নেতা বলেন, শত্রুরা গাজা ও লেবাননে বিজয়ী হয়নি। শত্রুরা গাজা ও লেবাননে বিজয়ী হতে পারবে না।

আয়াতুল্লাহ খামেনেয়ী আরও বলেছেন, দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যথেষ্ট নয়। নেতানিয়াহু এবং ইহুদিবাদী ইসরায়েলের অপর অপরাধী নেতাদের মৃত্যুদণ্ড দিতে হবে।

লেবানন, গাজা ও ফিলিস্তিনে ইসরায়েলি অপরাধযজ্ঞের মাধ্যমে তারা যা করতে চায় ফলটা তার উল্টো হবে, অর্থাৎ প্রতিরোধ সংগ্রাম আরও শক্তিশালী ও জোরদার হবে। এটা একটা সার্বিক ও অপরিবর্তনশীল নিয়ম।

তিনি আরও বলেন, আমি বলি বর্তমানে প্রতিরোধ ফ্রন্ট যতটা সম্প্রসারিত হয়েছে, আগামীতে তা আরও কয়েক গুণ বাড়বে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আমেরিকা এই অঞ্চলে নিজের স্বার্থ সুরক্ষিত করতে ইরানে স্বৈরশাসন, একনায়কতন্ত্র, বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তিনি বলেন, ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের বিশেষ দু'টি বৈশিষ্ট্য হলো আল্লাহর প্রতি বিশ্বাস এবং আত্মবিশ্বাস। এই দুই বৈশিষ্ট্য নিশ্চিতভাবে সাম্রাজ্যবাদের ওপর বিজয় নিশ্চিত করবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha