সোমবার ৯ ডিসেম্বর ২০২৪ - ২০:০২
আয়াতুল্লাহ শেখ বাশির হুসাইন নাজাফী

হাওজা / আয়াতুল্লাহ শেখ বাশির হুসাইন নাজাফী নাজাফ আশরাফে তাঁর প্রধান কার্যালয়ে মাজার ও পবিত্র স্থান পরিদর্শনে আসা ইমাম হুসাইন (আ:)-এর প্রেমিকদের বিশেষ কাফেলাকে স্বাগত জানান।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আয়াতুল্লাহ শেখ বাশির হুসাইন নাজাফী নাজাফ আশরাফে তার প্রধান কার্যালয়ে মাজার ও পবিত্র স্থান পরিদর্শন করতে আসা ইমাম হুসাইন (আ:)-এর প্রেমিকদের বিশেষ কাফেলাকে স্বাগত জানান।

এ উপলক্ষে মহান আয়াতুল্লাহ হাফিজ শেখ বাশির হুসাইন নাজাফী জিয়ারতকারীদের উদ্দেশে ভাষণে বলেন, অতীতে অত্যাচারী শাসকদের আমলে ইমাম হোসাইন (আ:)-এর জিয়ারত করতে আসা ব্যক্তিদের হাত-পা কুরবানী করতে হতো, কিন্তু আজ আলহামদুলিল্লাহ এমন পরিস্থিতি নেই।

আল্লাহ আপনাদেরকে ইমাম হোসাইন (আ:)-এর জিয়ারত করার মহান সম্মান আশীর্বাদ করেছেন, তাই এই জিয়ারতকে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের একটি মাধ্যম করুন।

তিনি বলেছিলেন: "যখন আপনারা জিয়ারত শেষে আপনার স্বদেশে ফিরে যাবেন, তখন আপনার দেশবাসী এবং আত্মীয়রা আপনার সাথে দেখা করতে আসবে। তারা আপনার মধ্যে একটি স্পষ্ট পরিবর্তন দেখতে পাবে।

যদি তারা এই পরিবর্তনের কথা জিজ্ঞেস করে তাহলে তাদেরকে বলুন যে ইমাম হোসাইন (আ:) যে হযরত হুর (আ:)-কে জাহান্নাম থেকে বের করে জান্নাতের বাগানে নিয়ে এসেছিলেন, সেই ইমাম হোসাইন (আ:)-এর জিয়ারত আমাকে বদলে দিয়েছে।

আয়াতুল্লাহ আল-উজমা আরো বলেন, এই ইতিবাচক পরিবর্তন ঘটলে তা হবে আপনার জিয়ারতের গ্রহণযোগ্যতার লক্ষণ।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha