মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ - ১৮:২৬
মেজর জেনারেল হোসেইন সালামি

হাওজা / ইরানের সংসদ সদস্যদের উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, ইরান জোরালোভাবে দখলদার ইহুদিবাদী ইসরায়লের পতনের চেষ্টা করছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইরান জোরালোভাবে দখলদার ইহুদিবাদী ইসরায়লের পতনের চেষ্টা করছে।

তিনি আজ (মঙ্গলবার) ইরানের সংসদ সদস্যদের উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন। জেনারেল সালামি আশ্বস্ত করেন, সিরিয়ার সরকারের পতনের পরও ইরান আঞ্চলিক শক্তিই রয়েছে এবং ইহুদিবাদী ইসরায়েলের মূলোৎপাটন এখনো ইরানের সামরিক বাহিনীর কাছে অগ্রাধিকার পাচ্ছে।

এ বিষয়ে ইরানের পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র ইব্রাহিম রেযায়ী সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে বলেছেন, ইরানের সক্ষমতার উপর মেজর জেনারেল হোসেইন সালামির পূর্ণ আস্থা রয়েছে।

তিনি বলেন, জেনারেল সালামি জানিয়েছেন যে, “ইরানের শক্তির কিছুই ক্ষয় হয়নি। আমরা শত্রুর সব ধরনের স্বার্থের উওপর প্রভাব বিস্তার করে রয়েছি এবং ইহুদিবাদী ইসরায়েলের পতনের বিষয়টি আমাদের এজেন্ডায় থাকবে।”

জাতীয় সংসদের সভাপতি মন্ডলের সদস্য আহমদ নাদেরি এ বিষয়টি আরো পরিষ্কার করে বলেছেন, সংসদের যে অধিবেশনে জেনারেল সালামি ভাষণ দিয়েছেন সেই অধিবেশনে ইরানের সামরিক কৌশল, ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন এবং ইরানের পাল্টা অভিযানের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

নাদেরি নিশ্চিত করেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের একেবারে নিকটতম সময় পর্যন্ত ইরানের সামরিক উপদেষ্টারা সিরিয়াতে অবস্থান করেছেন তবে এই মুহূর্তে ইরানের সামরিক বাহিনীর কোনো সদস্য সিরিয়ায় নেই।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha