শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪ - ১৮:৩৮
আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি

হাওজা / আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, রক্ত থেকে প্রতিরোধের টিউলিপ ফুটবে এবং শহীদের রক্ত থেকে জন্ম নেওয়া টিউলিপগুলো দখলদারকে বহিষ্কার করবে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি সিরিয়ার ঘটনা উল্লেখ করে সেখানে থাকা নবী পরিবারের দুই গুরুত্বপূর্ণ সদস্য ও কারবালার দুই প্রত্যক্ষদর্শী হযরত জয়নাব বিনতে আলী ও সকিনা বিনতে হোসাইনের (সা.আ.)’র পবিত্র মাজার শরীফ রক্ষায় জীবন উৎসর্গ করা শহীদদের অবদান উল্লেখ করে বলেন, রক্ত থেকে প্রতিরোধের টিউলিপ ফুটবে এবং শহীদের রক্ত থেকে জন্ম নেওয়া টিউলিপগুলো দখলদারকে বহিষ্কার করবে।

জুমার খতিব আয়াতুল্লাহ খাতামি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় জোর দিয়ে বলেছেন, ইসরায়েল বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি। আন্তর্জাতিক সম্প্রদায়কে ইহুদিবাদীদেরকে থামানোর জন্য অবশ্যই পদক্ষেপ নিতে হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেছেন, সিরিয়ার তরুণরা মাঠে নেমে আসবে এবং আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের সকল পরিকল্পনা নস্যাৎ করে দেবে।

বিশিষ্ট এই আলেম আরও বলেন, এ অঞ্চলে যুদ্ধ-উন্মাদনা এবং নিরাপত্তাহীনতার নেপথ্যে রয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এ কথা উল্লেখ করে তিনি আরব লীগসহ এ অঞ্চলের দেশগুলো বিশেষ করে সৌদি আরব, মিশর ও জর্ডানের উদ্দেশে সতর্ক করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল পরিস্থিতির সুযোগের অপব্যবহার করে সিরিয়ার সমস্ত অবকাঠামোকে ধ্বংস করে দিয়েছে।

সিরিয়ায় ইরানের উপদেষ্টার ভূমিকার কথা উল্লেখ করে জুমার খতিব বলেন, সিরিয়ায় ইরানের উপদেষ্টার উপস্থিতির উদ্দেশ্য ছিল পবিত্র মাজার রক্ষা, আইএসআইএস সন্ত্রাসী গোষ্ঠীকে অপসারণ করা এবং এই অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠা করা।

আয়াতুল্লাহ খাতামি দৃঢ়তার সঙ্গে বলেন, প্রতিরোধ শক্তি এবং ইসলামী ইরান দুর্বল হয়নি। ইরানের ইসলামী সরকার ব্যবস্থার দিকে যে কোনো শত্রুই চোখ তুলে তাকাবে তাদেরকে কঠোরভাবে জবাব দেওয়া হবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha