হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, সিরিয়ায় বেপরোয়া ইসরায়েলি বিমান হামলা ও দখলদারিত্ব নিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের কমান্ডার ইন চিফ হোসেইন সালামি ইসরায়েলকে হুঁশিয়ার করে বলেছেন, ইসরায়েলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে।
জেনারেল সালামি বলেন, ইহুদিবাদীদেরকে সিরিয়ায় তাদের অবৈধ কর্মকাণ্ডের জন্য চড়া মূল্য দিতে হবে। তাদের এই ভূমিতে কবর দেয়া হবে, তবে এর জন্য কিছু সময় লাগবে।"
আইআরজিসি’র প্রধান কমান্ডার আরো উল্লেখ করেছেন, ইরানের সামরিক উপদেষ্টারা সিরিয় নাগরিকদের মর্যাদা রক্ষার জন্য সিরিয়ায় গিয়েছিলেন, কোনো ভূমি দখল বা উচ্চাভিলাষী স্বার্থ উদ্ধারের জন্য নয়। তিনি বলেন, সিরিয়ায় ইরানের উপদেষ্টাদের উপস্থিতির সময় দেশটির জনগণ একটি মর্যাদাপূর্ণ জীবনযাপন করেছিল।
প্রসঙ্গত, বাশার আল-আসাদের পতনের পর থেকে সিরিয়ায় বেপরোয়া বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুধু বিমান হামলাই নয়, প্রতিবেশী দেশের সীমান্তবর্তী বেশ কিছু এলাকাও দখলে নেওয়ার চেষ্টা করছে দেশটি।
ইসরায়েলের দাবি, আত্মরক্ষার জন্যই তারা এ হামলা করছে। সিরিয়ার ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে আল-কায়েদার সম্পৃক্ততা রয়েছে।
আপনার কমেন্ট