রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪ - ১৮:৩৭
ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত সিরিয়ার একটি বিমানঘাঁটি

হাওজা / দখলদার বাহিনী সিরিয়ায় কেবল কৌশলগত অস্ত্রাগার নয়, মাঝারি পাল্লার অস্ত্রগুলোকেও লক্ষ্যবস্তু করছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইহুদিবাদী দখলদার ইসরায়েলি বাহিনী সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছে লেবানন ভিত্তিক সংবাদ সংস্থা আল মায়াদিন।

গণমাধ্যমটির দাবি, দখলদার বাহিনী সিরিয়ায় কেবল কৌশলগত অস্ত্রাগার নয়, মাঝারি পাল্লার অস্ত্রগুলোকেও লক্ষ্যবস্তু করছে।

সিরিয়ায় দায়িত্বরত সংবাদদাতার বরাত দিয়ে আল মায়াদিন জানিয়েছে, সিরিয়ার অস্ত্র নিয়ন্ত্রণ ক্রমেই কঠিন হয়ে পড়ছে। কারণ দেশটিতে ব্যক্তিগত অস্ত্রের ব্যাপক উপস্থিতি রয়েছে।

সম্প্রতি হামলার বিবরণ:

এদিকে শনিবার আলেপ্পোর দক্ষিণাঞ্চলে আল-সাফিরা এলাকার বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র এবং প্রতিরক্ষা কারখানাগুলোকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। রাতভর হামলায় দামেস্কের উপকণ্ঠে আল-রুহাইবায় একটি সিরিয়ান রাডার ব্যাটালিয়নও লক্ষ্যবস্তু হয়।

সিরিয়ার রাজধানী দামেস্ক, আল-সুওয়াইদা এবং হামাস অঞ্চলের মাস্যাফ এলাকায় বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলোও ইসরায়েলি বিমান হামলার শিকার হতে হয়।

আল-মায়াদিনের সিরিয় সংবাদদাতা জানিয়েছেন, এ অবস্থায় দেশটির সামরিক প্রশাসন এখন সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনের ওপর জোর দিচ্ছে।

সেই সঙ্গে প্রতিবেদনে এও উল্লেখ করা হয়েছে যে, আলেপ্পো এবং রাজধানী দামেস্কসহ অন্য শহরগুলোতে কোনো নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেনি।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha