মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪ - ১৯:৫৯
ড. ইউনূস ও নরেন্দ্র মোদি

হাওজা / বাংলাদেশের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ট্যাটাসের প্রতিক্রিয়া জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিং উপদেষ্টার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে এমন মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আমাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। উনি (মোদি) তার মতো করে একটা জিনিস বলেছেন। আমরা আমাদের মতো করে বলব।’

এর আগে ১৯৭১ সালে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ হয়েছে দাবি করে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পোস্ট নিয়ে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

এদিকে মিয়ানমার ইস্যুতে ভারত ও চীনের সঙ্গে বৈঠক করতে বুধবার থাইল্যান্ড যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। এ বিষয়ে তিনি বলেন, ‘বৈঠকে মিয়ানমার নিয়ে ইনফরমাল (অনানুষ্ঠানিক) আলোচনা হবে। বর্ডার, ক্রাইম ও মিয়ানমারের ভবিষ্যৎ থাকবে আলোচনায়। কথাবার্তা কোনদিকে এগোয় তার ওপর নির্ভর করবে বাংলাদেশের বক্তব্য।’

সেন্টমার্টিন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘মিয়ানমারে যুদ্ধাবস্থা চলার কারণে সেন্টমার্টিনে যাওয়া-আসার রুট সাময়িক বদল হচ্ছে। পরবর্তীতে বিষয়টি ঠিক হয়ে যাবে।’

Tags

Your Comment

You are replying to: .