শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪ - ১৮:২৮
ফিলিস্তিনের পক্ষে ইয়েমেনি লাখো মানুষের লংমার্চ

হাওজা / ইয়েমেনের লাখ লাখ মানুষ আজ (শুক্রবার) আবারো গাজায় গণহত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইহুদিবাদী দখলদার ইসরায়েল ও তার দুই সহযোগী আমেরিকা-ব্রিটিনের অনবরত বিমান হামলার পরও ইয়েমেনের লাখ লাখ মানুষ আজ (শুক্রবার) আবারো গাজায় গণহত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

ইরানের সাহাব চ্যানেলের এক প্রতিবেদনে বলা হয়েছে- ইয়েমেনের জনগণ গত শুক্রবারের মতো আজও সা'দা, রিমা, মা'রিব প্রদেশসহ বিভিন্ন অঞ্চলে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনের সমর্থনে মিছিল করেছে। এ সময় তারা গাজার সঙ্গে থেকে জিহাদ করার প্রত্যয় ব্যক্ত করেছে। একইসঙ্গে যেকোনো ধরণের আগ্রাসন মোকাবেলায় নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে।

আজকের সমাবেশে অংশগ্রহণকারীরাও সাংবাদিকদের বলেছেন, তারা গাজার সঙ্গে রয়েছেন, বিজয় অর্জিত না পর্যন্ত তারা গাজাকে সমর্থন দিয়ে যাবেন। শহীদদের রক্ত বিজয় নিশ্চিত করবে বলে তারা মন্তব্য করেছেন। এ সময় বিক্ষোভকারীরা সমস্বরে দখলদার ইসরায়েলের পাশাপাশি আমেরিকার বিরুদ্ধেও বিভিন্ন শ্লোগান দেন।

ইয়েমেনের জনগণ প্রথম থেকে গাজার প্রতি সমর্থন দিয়ে আসছে। দেশটির সেনাবাহিনী এ পর্যন্ত গাজা ও লেবাননের প্রতি সমর্থন জানিয়ে দখলদার ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে বহু অভিযান পরিচালনা করেছে। ইয়েমেন থেকে ছোড়া বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের ভেতরে আঘাত হেনেছে।

গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে দীর্ধ মেয়াদি সংগ্রামের জন্য নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, তারা গাজা উপত্যকা ও ইয়েমেন রক্ষায় আল্লাহর পথে জিহাদ করতে কুণ্ঠাবোধ করবেন না।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha