মঙ্গলবার ৩১ ডিসেম্বর ২০২৪ - ২০:৫৩
ইসরায়েলি হিট লিস্টের প্রতিক্রিয়ায় ইয়েমেনের আনসারুল্লাহ নেতা

হাওাজ / ইহুদিবাদী দখলদার ইসরায়েল ইয়েমেনি প্রতিরোধ সংগঠন আনসারুল্লাহ নেতাদের ছবি দিয়ে যে হিট লিস্ট তৈরি করেছে তা সংযুক্ত করে মোহাম্মাদ আল বুখাইতি তার এক্স পেজে লিখেছেন, “আমরা শহীদ হতে চাই।”

হাওজা নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক দপ্তরের সদস্য মোহাম্মাদ আল বুখাইতি ইহুদিবাদী ইসরায়েলের হিট লিস্ট প্রকাশের প্রতিক্রিয়ায়  বলেছেন, “আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না এবং আমরা তাঁর কাছে কেবল শাহাদাতের মৃত্যু কামনা করি।”

আনসারুল্লাহ নেতা মোহাম্মাদ আল বুখাইতি আরও লিখেছেন, আমরা আমেরিকা, ব্রিটেন এবং ইহুদিবাদী ইসরায়েলকে জানিয়ে দিতে চাই আমাদের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ও সাহস দুটিই আছে এবং আমরা তোমাদের সামরিক কমান্ডার ও রাজনৈতিক নেতাদের লক্ষ্যবস্তু করব, যেসব টার্গেটে আমরা আঘাত করব সেগুলোর তালিকা করা আছে। বল এখন তোমাদের কোর্টে।

ইয়েমেনি নেতাদের ছবিসহ একটি তালিকা প্রকাশ করে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, এসব ব্যক্তি বৈধ লক্ষ্যবস্তু। ইসরায়েলি গণমাধ্যম বলছে, এসব ব্যক্তিকে সরকার হিট লিস্টে স্থান দিয়েছে অর্থাৎ তাদেরকে হত্যা করা হবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha