শুক্রবার ৩ জানুয়ারী ২০২৫ - ১২:৩০

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,

 

মানুষ স্বার্থ লোভী

আল্লা আমায় ডাকবে যবে

আমি যাব তবে

মায়ার বাঁধন ছিঁড়ে যাবে

রইবোনা আর ভবে

সখের বালাখানা আমার

এমনি পড়ে রবে

সাদা কাফন,কপুর মাটি

সঙ্গে আমার যাবে

আলোয় রঙিন নীড় আমার

এই ভূবনে রবে

নিশ্বাস টুকু বেরিয়ে গেলে

সবাই পর হবে।

নিছক শুধু স্বার্থ লোভে

বেড়াই ভব ঘুরে

সেঞ্চুরি তর হবেনা রে মন

বৃথা সম্পদ লোভে

সোনা, মুক্তা , হীরা,জহরত

অনেক আমার আছে

সময় হলে সব কিছু মোর

ফেলে যেতেই হবে।

সম্পদ নিয়ে সে জগতে

কেউ দেবেনা পড়ি

তাই নিয়ে মন কেনো মোরা

করি হুড় হুড়ি

কেউ জাবেরে বুড়া বয়সে

কেউ হবে বুড়ি

কাউ যাবেরে অকালেতে

কেউ যাবেরে চুঁড়ি

         কবি: মুক্তার হোসেন শাহ

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha