হাওজা নিউজ এজেন্সি: পবিত্র কুরআনে এ বিষয়ে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে, “যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই-ই প্রকৃতপক্ষে সফলকাম।” (সূরা আলে ইমরান, আয়াত ১৮৫)
পবিত্র কুরআনের বহু আয়াতে ইস্তিগফার ও পাপ মোচনের মধ্যকার গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্কের প্রতি জোর দেওয়া হয়েছে। বিশেষ করে সূরা আলে ইমরানে (আয়াত ১৩৩) মুমিনদের প্রতি আহ্বান জানানো হয়েছে—তারা যেন দ্রুত তাদের প্রতিপালকের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে অগ্রসর হয়, যার প্রশস্ততা আসমান ও জমিনের সমান। এই আয়াত থেকে বোঝা যায়, আল্লাহর ক্ষমা লাভের জন্য উদাসীনতা নয়, বরং আন্তরিকতা ও তাড়াহুড়ো কাম্য।
পরবর্তী আয়াতগুলোতে (১৩৩–১৩৪) আল্লাহ তাআলা এমন কিছু নৈতিক ও কল্যাণকর কর্মের কথা উল্লেখ করেছেন, যেগুলো ইস্তিগফারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। এসব কর্মের মধ্যে রয়েছে—স্বচ্ছলতা ও অভাব উভয় অবস্থায় আল্লাহর পথে দান-সদকা করা, ক্রোধ সংবরণ করা এবং অন্যের ভুল-ত্রুটি ক্ষমা করে দেওয়া। এসব গুণে গুণান্বিত ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন,“নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।”
পবিত্র কুরআন আরও ব্যাখ্যা করে জানায় যে, জান্নাত কেবল নিষ্পাপদের জন্য সংরক্ষিত নয়; বরং তাদের জন্যও নির্ধারিত—যারা কোনো পাপ করে ফেললে বা নিজের প্রতি জুলুম করলে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে, আন্তরিক অনুশোচনার সঙ্গে তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং জেনে-শুনে ও সচেতনভাবে পাপে অটল থাকে না (সূরা আলে ইমরান, আয়াত ১৩৫)। এ আয়াত থেকে বোঝা যায়, ইসলামে ভুলের পর অনুশোচনা ও সংশোধনের দরজা সর্বদা খোলা রয়েছে।
এরপর সূরা আলে ইমরানের পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা এসব মানুষের জন্য মহাপুরস্কারের সুসংবাদ প্রদান করেছেন। তিনি বলেন, “তাদের প্রতিদান হবে তাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা এবং এমন সব উদ্যান, যার নিচ দিয়ে ঝরনা প্রবাহিত; সেখানে তারা চিরকাল বসবাস করবে। কর্মশীলদের জন্য এটি কতই না উত্তম প্রতিদান।” (সূরা আলে ইমরান, আয়াত ১৩৬)
এই কুরআনি বর্ণনা থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, ইস্তিগফার কেবল মুখে উচ্চারিত একটি দোয়া বা স্মরণমূলক বাক্য নয়; বরং এটি একটি গভীর অর্থবহ ও কার্যকর আমল, যা আন্তরিক অনুতাপ, আত্মশুদ্ধি এবং সৎকর্মের সঙ্গে অবিচ্ছিন্নভাবে জড়িত। ইস্তিগফার মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে, চরিত্র গঠনে সহায়তা করে এবং তাকে আল্লাহর ক্ষমা ও চিরস্থায়ী মুক্তির পথে পরিচালিত করে।
আপনার কমেন্ট