হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, রাসুলুল্লাহ্ (সা.) এরশাদ করেছেন,
مَن اَحزَنَ مُومِناً، ثُمَّ أعطاهُ الدُّنیا لَم یَکُن ذَلِکَ کَفّارَتَهُ وَ لَم یُوجَر عَلَیهِ.
কেউ যদি কোনো মু'মিনকে কষ্ট দেয়ার পর (ক্ষতিপূরণ হিসেবে) তাকে পুরো দুনিয়াও দিয়ে দেয়, তবুও তার পাপের প্রায়শ্চিত্ত হবে না এবং এর (ক্ষতিপূরণ দেওয়ার) জন্য সে কোনো প্রতিদানও পাবে না (যতক্ষণ পর্যন্ত না সে ঐ মু’মিন ব্যক্তির নিকট ক্ষমা প্রার্থনা করে এবং সে তাকে ক্ষমা করে দেন)!
[মুসতাদরাকুল ওয়াসা’য়েল, হাদীস- ১০,৩৩৬]
আপনার কমেন্ট