রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫ - ১২:৩৪
আয়াতুল্লাহ সাইয়্যেদ ইয়াসিন মুসাভি

হাওজা / আয়াতুল্লাহ সাইয়্যেদ ইয়াসিন মুসাভি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, যদি তুমি ইরাকে আসার কথা ভাবো, তাহলে জেনে রেখো, তোমার মৃত্যু ইরাকেই নির্ধারিত হবে। কারণ, ইরাক হুসাইন শহীদের (আ.) ভূমি, এবং এখানকার জনগণ মৃত্যুকে ভয় পায় না। বরং, যদি তারা টুকরো টুকরো হয়ে যায়, তবুও বিজয় তাদের সঙ্গী হবে।

হাওজা নিউজ এজেন্সি, 

দক্ষিণ লেবানন ও গাজার বীরত্বপূর্ণ প্রতিরোধ

বাগদাদের ইমাম জুমা আয়াতুল্লাহ সাইয়্যেদ ইয়াসিন মুসাভি দক্ষিণ লেবানন ও উত্তর গাজার প্রতিরোধ সংগ্রামের দৃশ্যের প্রতি ইঙ্গিত করে বলেছেন, সেখানে মানুষ নির্ভয়ে নিজেদের এলাকায় ফিরে গেছে এবং খালি হাতে ইসরায়েলি ট্যাংকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তিনি উল্লেখ করেন, কেসাম ব্রিগেডের শত শত যোদ্ধার প্রত্যাবর্তন ও ইসলামিক জিহাদ আন্দোলনের বীরদের হাতে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর ছবি উত্তোলন করা, ইসরায়েলের সমগ্র সামরিক শক্তিকে আতঙ্কিত করে তুলেছে।

ট্রাম্পের ষড়যন্ত্র ও ইরাকি জনগণের প্রত্যুত্তর

তিনি ট্রাম্পকে ‘অপরাধী’ উল্লেখ করে বলেন, তুমি যদি ইরাকে প্রবেশের পরিকল্পনা করো, তাহলে বুঝে রেখো, তোমার মৃত্যু এখানেই হবে। কারণ, ইরাক হুসাইন শহীদের ভূমি, এবং এখানকার জনগণ মৃত্যুকে ভয় করে না। বরং, তারা যদি টুকরো টুকরো হয়ে যায়, তবুও বিজয় তাদেরই হবে।

আমেরিকা-ইসরায়েলের চক্রান্ত ও মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া

আয়াতুল্লাহ মুসাভি আরও বলেন, আজ আমেরিকা ও ইসরায়েলের ষড়যন্ত্র হলো গাজার ফিলিস্তিনিদের জোরপূর্বক মিসর ও জর্ডানে স্থানান্তর করা। কিন্তু যখন এই দুটি দেশ ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করল, তখন তিনি তাদের বিকল্প সমাধান দিতে বলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তাকে জবাব দিয়ে বলেন, 'তোমার পরিকল্পনার বিকল্প হলো-সন্ত্রাসী ইহুদিদের গ্রিনল্যান্ডে অভিবাসন!' 

ইরাকের প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার আহ্বান

তিনি বলেন, ট্রাম্প জর্ডানের রাজাকে চাপ দিচ্ছেন, যাতে তিনি এই পরিকল্পনা মেনে নেন এবং বিনিময়ে তাকে বিদ্যুৎ, তেল ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু ফাঁস হওয়া খবরে জানা গেছে, ট্রাম্প চায় এই ব্যয়ভার ইরাক বহন করুক। এরপর তিনি ইরাকের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, এই খবর সত্য কিনা? আমরা ইরাকি জনগণের জন্য আপনার কাছ থেকে একটি সুস্পষ্ট ব্যাখ্যা চাই।

শহীদদের আদর্শ ও চূড়ান্ত বিজয়ের প্রত্যাশা

শেষে আয়াতুল্লাহ সাইয়্যেদ ইয়াসিন মুসাভি বলেন, আমাদের শত্রুরা আমাদের মৃত্যুর ভয় দেখায়, কিন্তু বাস্তবতা প্রমাণ করেছে যে, আমরা মৃত্যুকে ভয় করি না। যেমন সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ (রহ.) শাহাদাত বরণ করেছেন, আমরাও শাহাদাতের পথ অনুসরণ করি। তবে আমাদের আত্মত্যাগের মাধ্যমে সম্মান ও প্রতিরোধের পথ শেষ হবে না। বরং, আমরা ইমাম মাহদি (আ.)-এর পতাকাতলে বিজয় অর্জন করব।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha