সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫ - ১১:৫৪

হাওজা নিউজ এজেন্সি, মাজমা উলামায়ে মুসলিমিন লেবাননের প্রধান শেখ গাজী হানিনাহ মাশহাদে হাওজা নিউজ এজেন্সির প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় "দাহে ফজর" সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, ইরানের ইসলামী বিপ্লবের সফলতা ইরানি জনগণের সংগ্রাম এবং ইমাম খোমেনি (রহ.) ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দূরদর্শী পদক্ষেপের ফল।

তিনি আরও বলেন, ইসলামী বিপ্লব শুধুমাত্র ইরানেই নয়, বরং বহু দেশের সমাজে বৈপ্লবিক পরিবর্তন এনেছে এবং আধ্যাত্মিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ক্ষেত্রে গভীর প্রভাব ফেলেছে।

দাহে ফজরের আন্তর্জাতিক পরিবর্তন ও ব্যাপক সাংস্কৃতিক ও ধর্মীয় প্রভাব সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, "দাহে ফজর কেবল একটি জাতীয় ঘটনা নয়, বরং এটি একটি বৈশ্বিক আন্দোলন, যার প্রভাব এখনো বিশ্বব্যাপী সুস্পষ্ট।

তিনি জোর দিয়ে বলেন, ইরানের ইসলামী বিপ্লব মুসলিম বিশ্বের ঐক্য প্রতিষ্ঠায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই বিপ্লব মুসলিম উম্মাহকে বিভেদের ঊর্ধ্বে ওঠার সুযোগ করে দিয়েছে।

তিনি আরও বলেন, ইসলামী বিপ্লব কেবল মুসলমানদের একত্রিত করেনি, বরং উম্মতে রাসূল (সা.)-এর মধ্যে থাকা বহু বিভেদ ও বাধা দূর করতেও সহায়ক হয়েছে।

শেষে শেখ গাজী হানিনাহ বলেন, ইমাম খোমেনি (রহ.) সর্বদা মুসলিম ঐক্যের নীতি রক্ষার পক্ষে ছিলেন এবং তার কাছে মুসলমানদের ঐক্য যেকোনো ফিকহি বা বিশ্বাসগত মতপার্থক্যের চেয়ে অগ্রগণ্য ছিল। তিনি বিশ্বাস করতেন, মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও সংহতির চেতনা জাগ্রত করাই ইসলামী বিশ্বের সমস্ত চ্যালেঞ্জের সমাধান।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha