মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী ২০২৫ - ১৬:৩৮
হুজ্জাতুল ইসলাম বি আযার তেহরানি

হাওজা / হুজ্জাতুল ইসলাম বি আযার তেহরানি বলেছেন: দ্বীন এবং নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের সংরক্ষণ হযরত সাইয়্যেদুশ শুহাদা (আ.)-এর সেই মহামূল্যবান উত্তরাধিকার, যা মুমিনদের জন্য অবশিষ্ট রয়েছে।

হাওজা নিউজ এজেন্সি, রাজাভি হারামের জায়ের ও খাদেমদের জন্য "রওয়াক ইমাম খোমেনি (রহ.)"-তে হযরত আবা আবদিল্লাহিল হুসাইন (আ.)-এর পবিত্র মিলাদ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে হুজ্জাতুল ইসলাম ইহসান বি আযার তেহরানি ইমাম (আ.)-এর মহান ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করেন।

তিনি বলেন, ৩ শাবান ইসলামী প্রজাতন্ত্র ইরানের ক্যালেন্ডারে "ইয়াওমুল পাসদার" (রক্ষকদের দিবস) হিসেবে লিপিবদ্ধ রয়েছে। এ দিনটি সেই ইসলামি রক্ষকদের স্মরণ করিয়ে দেয়, যারা হুসাইনি মাকতাব থেকে শিক্ষা গ্রহণ করে দ্বীন ইসলাম ও তার মহিমান্বিত মূল্যবোধের রক্ষা করেছেন।

তেহরানের ইমামজাদে সালেহ (আ.)-এর তত্বাবধায়ক হাদিসে কুদসির উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহ তায়ালা হযরত সাইয়্যেদুশ শুহাদা (আ.)-কে "খাযিনে ওহি" তথা ওহির সংরক্ষক হিসেবে মনোনীত করেছেন। আজ যদি দ্বীনের নাম টিকে থাকে, তবে তা হুসাইনি মাকতাবের বরকতে, নতুবা উমাইয়া শাসকরা দ্বীনের প্রকৃত আত্মাকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করে দিত।

হুজ্জাতুল ইসলাম বি আযার তেহরানি আরও বলেন, হযরত আবা আবদিল্লাহিল হুসাইন (আ.) হচ্ছেন হিদায়তের প্রদীপ এবং ইসলামি উম্মতের মুক্তির নৌকা। তিনি কারবালার আত্মত্যাগের মাধ্যমে দুনিয়াকে ত্যাগ, বীরত্ব ও স্বাধীনতার এক অমর শিক্ষা দিয়ে গেছেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha