হাওজা নিউজ এজেন্সি: ইরানের হাওজায়ে ইলমিয়ার প্রধান আয়াতুল্লাহ আলী রেজা আ'রাফি দেশটির ধর্মীয় নগরী কোমে “হাওজায়ে ইলমিয়ায় বছরের নির্বাচিত বই” শীর্ষক এর সমাপনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে বলেন, ফিকাহ তথা ইসলামি আইনশাস্ত্র হল মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ স্তর। তিনি ধর্মীয় জ্ঞান ও আধুনিক গবেষণার বিকাশের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন, আধুনিক প্রযুক্তি থেকে উপকৃত হওয়া সকল ছাত্র এবং গবেষকের জন্য অপরিহার্য।
তিনি গ্র্যান্ড আয়াতুল্লাহ শাব্বিরী জানজানির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি মাদ্রাসার বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে একজন এবং তাঁর শিক্ষাগত সেবা সর্বদা স্মরণীয় থাকবে।
আয়াতুল্লাহ আ'রাফি বলেন, মাদ্রাসার দুটি মৌলিক লক্ষ্যের উপর দৃষ্টি নিবদ্ধ করা উচিত: ১. ধর্মীয় জ্ঞানে আরও গভীর ও যুগোপযোগী গবেষণা পরিচালনা করা, অর্থাৎ ফিকাহ তথা ইসলামি আইনশাস্ত্র ও ইসলামী জ্ঞানকে আরও সম্প্রসারণ ও শক্তিশালী করা প্রয়োজন। ২. বর্তমান যুগের চাহিদা অনুসারে একাডেমিক কাজ: যুগোপযোগী এবং ইসলামী সমাজের চাহিদা বিবেচনায় নিয়ে গবেষণা এবং বই লেখা উচিত।
তিনি বলেন, ধর্মীয় জ্ঞানের গবেষণায় আধুনিক একাডেমিক সম্পদ এবং পদ্ধতি গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে একাডেমিক কাজ আরও খাঁটি এবং কার্যকর হয়। একই সাথে, মাদ্রাসার আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা প্রচার এবং একাডেমিক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের দিকেও মনোনিবেশ করা উচিত।
পরিশেষে, আয়াতুল্লাহ আ'রাফি গবেষকদের ফিকাহ তথা ইসলামি আইনশাস্ত্র ও অন্যান্য ইসলামী জ্ঞানে আরও গবেষণা পরিচালনা করার এবং তাদের কাজকে আরও গুণগত ও কার্যকর করার জন্য আধুনিক প্রযুক্তির সদ্ব্যবহার করার আহ্বান জানান।
আপনার কমেন্ট