শনিবার ১৫ ফেব্রুয়ারী ২০২৫ - ২১:১৭
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা জবাব আমজাদ হোসেন সাহেব

হাওজা / বাংলাদেশ বন্দর নগরী চট্রগ্রামের সদরঘাট ইমামবারগায় ১৫ শা’বান ইমাম মাহদী (আ.ফা.)’র বেলাদাত দিবস উপলক্ষে আনন্দ মাহফিল উৎযাপিত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: ১৫ই শা’বান রাতে ইমাম মাহদী (আ.ফা.) পবিত্র জন্মবার্ষিকী ও শবে বরাত উপলক্ষে মিলাদ, আনন্দ মাহফিল এবং সারারাত ব্যাপী দোয়ায়ে কোমাঈল ও জিয়ারতে ইমাম হোসাইন (আ.) পাঠ এবং এ রাতের আমল অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইমামিয়া উলামা কাউন্সিল’র পাবলিক রিলেশন এন্ড কমিউনিকেশন কর্মকর্তা ও খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা জবাব আমজাদ হোসেন সাহেব।

সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা জনাব আমজাদ হোসেন সাহেব এই দিনের গুরুত্ব, ফযিলত ও বিশেষ আমল সম্পর্কে আলোচনাপূর্বক ইমাম যামানের (আ.ফা.)’র আবির্ভাব ত্বরান্বিত ও রাহবারে মোয়াজ্জাম ইনকিলাবের দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া করেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha