রবিবার ১৬ ফেব্রুয়ারী ২০২৫ - ২০:৪৮
ঢাকার পল্টন ইমামবাড়ায় ইমামে যামানা (আ.ফা.)-এর জন্মদিবস উপলক্ষে আনন্দ মাহফিল অনুষ্ঠিত

হাওযা নিউজ এজেন্সি: বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী পল্টন ইমামবাড়ায় ১৫ শা’বান, বিশ্ব মানবতার মুক্তির দূত, যুগের প্রতীক্ষিত ইমাম হযরত মাহদী (আ.ফা.)-এর পবিত্র বেলাদাত দিবস ও শবে বরাত উপলক্ষে এক বিশেষ আনন্দ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে আলোচনার মূল বিষয়বস্তু

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইমামিয়া উলামা কাউন্সিলের সদস্য ও খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা হাশেম আব্বাস সাহেব। তিনি তাঁর সংক্ষিপ্ত ও তাৎপর্যপূর্ণ বক্তব্যে এই রাতের গুরুত্ব, ফজিলত ও বিশেষ আমল সম্পর্কে আলোচনা করেন এবং মাহফিলের অংশগ্রহণকারীদের ইবাদতের মাধ্যমে এই বরকতময় রাতকে সর্বোচ্চ উপায়ে কাজে লাগানোর আহ্বান জানান।

তিনি বলেন, ১৫ শা’বান কেবল ইমাম মাহদী (আ.ফা.)-এর বেলাদাতের দিনই নয়, এটি সেই রাত যখন আল্লাহ তাঁর বান্দাদের জন্য অসংখ্য রহমত ও মাগফিরাতের দরজা খুলে দেন। তাই এই রাতে আমাদের উচিত ইবাদত-বন্দেগিতে আত্মনিয়োগ করা এবং ইমাম মাহদী (আ.ফা.)-এর আবির্ভাবের জন্য বিশেষ দোয়া করা।

বিশেষ আমল ও দোয়া অনুষ্ঠান

মাহফিলে শবে বরাতের বিশেষ আমল পরিচালনা করেন মাওলানা হাশেম আব্বাস সাহেব, যেখানে অংশগ্রহণকারীরা একত্রে ইমাম যামানার (আ.ফা.) আবির্ভাব ত্বরান্বিত হওয়ার জন্য বিশেষ দোয়া করেন। এছাড়া, রাহবারে মোয়াজ্জাম ইনকিলাবের দীর্ঘায়ু ও সুস্থতা, মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণ এবং বিশ্বব্যাপী শান্তির জন্য সম্মিলিত মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের অন্যান্য অংশ

মাহফিলের পরিবেশ ছিল উৎসবমুখর। উপস্থিত ভক্তবৃন্দ নাত ও গজল পরিবেশন করেন, যেখানে ইমাম মাহদী (আ.ফা.)-এর আগমনের প্রতীক্ষা ও তাঁর প্রতি ভালোবাসার প্রতিফলন ঘটেছিল। এছাড়া, আলোচনা শেষে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে তাবাররুক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় ধর্মীয় নেতা, গবেষক, আলেম-উলামা ও সাধারণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। উপস্থিতরা এই পবিত্র দিবস উপলক্ষে নিজেদের আত্মশুদ্ধি ও সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha