মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী ২০২৫ - ১৮:৪৭
তেহরান এবং বৈরুতের মধ্যে কূটনৈতিক সংকটের কোনো কারণ নেই: লেবাননের পররাষ্ট্রমন্ত্রী

লেবাননের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রী ইউসেফ রাজি বলেছেন, তেহরান এবং বৈরুতের মধ্যে কূটনৈতিক সংকটের কোনো কারণ নেই।

হাওজা নিউজ এজেন্সি: লেবাননের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রী ইউসেফ রাজি লেবানন ব্রডকাস্টিং কর্পোরেশন ইন্টারন্যাশনাল (এলবিসি)-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন,লেবাননের অগ্রাধিকার হলো ইরানে অবস্থানরত ২০০ লেবানিজ নাগরিক যারা তাদের দেশে ফিরতে চায়। 

তেহরানে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত এই বিষয়টি এবং এখনও পর্যন্ত জারি না হওয়া অনুমতিগুলোর বিষয়ে তদন্ত করছেন বলে তিনি যোগ করেন। 

রাজি উল্লেখ করেন যে লেবানন তার তেহরানস্থ রাষ্ট্রদূতকে বাগদাদের মাধ্যমে ইরান থেকে বৈরুতে একটি পরোক্ষ ফ্লাইটের ব্যবস্থা করার অনুরোধ করেছে এবং এই ফ্লাইটের অতিরিক্ত খরচ লেবানন সরকার বহন করবে বলে জানান। 

লেবাননের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রী আরও বলেন, লেবাননের সাথে ইরানের সম্পর্ক অনন্য এবং আমাদের ধীরে ধীরে সমস্যাগুলো সমাধান করতে হবে, পাশাপাশি ইরানকেও আমাদের পরিস্থিতি বুঝতে হবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha