সোমবার ৩ মার্চ ২০২৫ - ১৩:০০
‘রমজান মাস’- নিজের আমলের পাল্লাকে ভারী করার সুবর্ণ সুযোগ!

‘পবিত্র রমজান মাস’- নিজেদের আমলের পাল্লাকে ভারী করার সুবর্ণ সময়! পাশাপাশি এ মাস আত্মশুদ্ধি ও আত্মগঠনের জন্যও সুবর্ণ সুযোগ।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম হাসান মুজতবা (আ.) বলেছেন,
إنَّ اللّه َ جَعَلَ شَهرَ رَمضانَ مِضمارا لِخَلقِهِ فَیستَبِقونَ فیهِ بِطاعَتِهِ إلی مَرضاتِهِ

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা রমজান মাসকে তার বান্দাদের জন্য একটি প্রতিযোগিতার ময়দান বানিয়েছেন, যাতে তারা তাঁর আনুগত্যের মাধ্যমে তাঁর সন্তুষ্টির দিকে একে অপরের থেকে এগিয়ে যায়। 

[তুহাফুল উকুল, পৃষ্ঠা- ২৩৬]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha