বুধবার ৫ মার্চ ২০২৫ - ১৬:০০
না-মাহরামের সামনে নেইলপলিশ পরা কী যায়েজ?

হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী সিস্তানি “না-মাহরামের সামনে নেইলপলিশ পরা” সম্পর্কিত একটি ইস্তিফতার (ধর্মীয় প্রশ্ন) জবাব দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: হযরত আয়াতুল্লাহ সিস্তানি “না-মাহরামের সামনে নেইলপলিশ পরা” সম্পর্কিত একটি ইস্তিফতার জবাব দিয়েছেন, যা আগ্রহী পাঠকদের জন্য উপস্থাপন করা হলো। 

না-মাহরামের সামনে নখে ল্যাক/পলিশ পরার শরিয়তের হুকুম-আহকাম

প্রশ্ন: আমি আমার আঙুলের নখে ল্যাক/পলিশ পরি। আমি কি আমার দেবরের সামনে হিজাব পরা অবস্থায় যেতে পারব, যদি আমার নখের ল্যাক/পলিশ দেখা যায়? 

উত্তর: এটি জায়েজ নয়, (হয় তুলে ফেলতে হবে না হয়) অবশ্যই নখ ঢেকে রাখতে হবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha