হাওজা নিউজ এজেন্সি: গত শুক্রবার ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি ইসরায়েলকে চারদিনের সময়সীমা দিয়ে গাজায় ত্রাণ প্রবেশের পথ খুলে দিতে বলেছিলেন। সেই সময়সীমা মঙ্গলবার শেষ হতে যাচ্ছে।
হুথি নেতা বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজাবাসী ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েল-বিরোধী নতুন অভিযান শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরব ও মুসলিম দেশগুলোকে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান এবং তাদের নিষ্ক্রিয়তায় দুঃখ প্রকাশ করেন।
গত ১ মার্চ গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হলেও দ্বিতীয় ধাপ শুরু হয়নি। ইসরায়েল নতুন দাবি উত্থাপন করায় হামাস তা মেনে নেয়নি। এ অবস্থায় ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে। হুথি নেতা আগেই সতর্ক করে বলেছিলেন, চারদিনের মধ্যে গাজায় ত্রাণ প্রবেশের পথ খুলে না দিলে লোহিত সাগর দিয়ে ইসরায়েলের কোনো জাহাজ চলতে দেয়া হবে না।
আপনার কমেন্ট