শনিবার ১৫ মার্চ ২০২৫ - ১৪:১১
আলাভী সম্প্রদায়ের উপর জুলানি সরকারের হামলার নিন্দা জানালো জাতিসংঘ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আহমেদ আল-শারা (জুলানি) সরকারের আলাভী সম্প্রদায়ের বিরুদ্ধে হামলা ও সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে প্রণীত একটি বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করা হয়।

হাওজা নিউজ এজেন্সি: বিবৃতিতে বিশেষভাবে সিরিয়ার কর্তৃপক্ষের দ্বারা আলাভী ও খ্রিস্টান সম্প্রদায়ের গণহত্যার ঘটনাকে কঠোর ভাষায় নিন্দা করা হয়েছে। এছাড়াও, সিরিয়ার লাতাকিয়া ও তারতুস প্রদেশে বেসামরিক নাগরিকদের হত্যা ও ব্যাপক সহিংসতার ঘটনাকে তীব্র ভাষায় প্রত্যাখ্যান করা হয়েছে। 

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জোর দিয়ে বলেছে, সিরিয়ার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষকে জাতি, ধর্ম বা সম্প্রদায় নির্বিশেষে তাদের সকল নাগরিকের সুরক্ষা নিশ্চিত করতে হবে। 

উল্লেখ্য, আলাভী বা আলাভিরা হল একটি আরব জাতি-ধর্মীয় গোষ্ঠী, যারা প্রধানত পশ্চিম এশিয়ার লেভান্ত অঞ্চলে বসবাস করে এবং আলাভিজম নামক একটি ধর্মীয় মতবাদ অনুসরণ করে। তাদের ধর্মীয় মতবাদ শিয়া মাজহাবের সঙ্গে সামান্য মিল থাকলেও বিস্তর মতপার্থক্য রয়েছে।

এই বিবৃতির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় সিরিয়ায় চলমান সহিংসতা বন্ধ ও মানবাধিকার রক্ষায় জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha