হাওজা নিউজ এজেন্সি: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মোজতাবা ফাজেল ইরানের হাওজায়ে ইলমিয়া তথা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের মহিলা তালেবাদের পক্ষ থেকে সর্বেচ্চ নেতার প্রতিনিধি অফিসে উপহার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন, রমজান মাস হলো প্রস্তুতি, সক্ষমতা অর্জন এবং আল্লাহর নির্দেশিত লক্ষ্যে পৌঁছানোর সুযোগ।
তিনি বলেন, দান-খয়রাত এবং অভাবগ্রস্তদের সাহায্য করা তাকওয়া অর্জনের অন্যতম পথ। রমজান মাসে অভাবগ্রস্তদের অবস্থা বুঝতে পারা এবং তাদের সাহায্য করা গুরুত্বপূর্ণ।
ইরানের মহিলা হাওজা তথা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক আরও বলেন, আল্লাহর পরীক্ষা সবাইকে দিতে হয়, এমনকি ইমামগণও এর ব্যতিক্রম নন। কিছু পরীক্ষা এবং সংকট মানুষকে সর্বোত্তম কাজ চিনতে সাহায্য করে।
তিনি উল্লেখ করেন, রজব মাস হলো আমিরুল মুমিনিন (আ.)-এর মাস, শাবান মাস হলো রাসূল (সা.)-এর মাস এবং রমজান মাস হলো আল্লাহর মাস। আল্লাহর দরবারে উপস্থিত হতে হলে আমাদের প্রস্তুতি নিতে হবে।
তিনি আরও বলেন, রমজান মাসে আমরা তাওহিদের অনুশীলন করি। সবাই মিলে একটি তাওহিদভিত্তিক সমাজ গঠনে অবদান রাখতে পারি।
নারী হাওজার পরিচালক গাজা ও লেবাননে ইসরাইলি রাষ্ট্রের অপরাধের কথা উল্লেখ করে বলেন, গাজা ও লেবাননের মানুষ দীর্ঘদিন ধরে ইসরাইলি হামলার শিকার। কিন্তু এই অপরাধ বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে একাত্মতা বৃদ্ধি করেছে। ইরানে 'ইরান হামদেল' প্রচার শুরু হয়েছে, যেখানে সবাই গাজাবাসীদের সাহায্যে এগিয়ে এসেছে।
তিনি বলেন, নারী হাওজাগুলো এই প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই প্রচার নারী হাওজাগুলোর জন্য একটি স্ব-পরীক্ষা ছিল যে তারা তিন দশক ধরে এমন তালেবা তৈরি করতে পেরেছে কিনা যারা তাকওয়া ও ত্যাগের শীর্ষে পৌঁছাতে পারে এবং প্রয়োজনে এগিয়ে আসতে পারে।
তিনি বলেন, এক তালেবা তার একমাত্র সম্পত্তি বাড়িটি গোপনে দান করেছে। এটি প্রমাণ করে যে নারী তালেবারা ইসলামী আদব-কায়দায় উজ্জ্বল ভূমিকা রাখছে।
তিনি জানান, নারী তালেবাদের পক্ষ থেকে নগদ ও অ-নগদ সাহায্য মিলিয়ে মোট ১২২ বিলিয়ন রিয়াল সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৯ বিলিয়ন রিয়াল নগদ সাহায্য রয়েছে।
তিনি আরও বলেন, নারী তালেবাদের পক্ষ থেকে ১৪ কিলোগ্রাম সোনা সংগ্রহ করা হয়েছে। এই প্রচারে বুশেহর প্রদেশ ৪ কিলো ২০০ গ্রাম সোনা দান করেছে।
তিনি বলেন, আমরা সমস্ত ইরানিদের গর্বিত যারা নেতা এবং মারাজে তাকলিদের আহ্বানে এগিয়ে এসেছে। এই চার দশক প্রমাণ করেছে যে আমাদের মানুষ সব ক্ষেত্রে জিহাদে অংশ নিতে প্রস্তুত।
তিনি বলেন, আমরা ইরানি, তালেবা এবং নারী হাওজায় সেবা দিতে পেরে গর্বিত। এই প্রচার এবং উপহারগুলি একটি বিশাল সমুদ্রের এক ফোঁটা মাত্র।
তিনি সবাইকে ধন্যবাদ জানান যারা এই অনুষ্ঠানকে সফল করতে অবদান রেখেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেন যে তিনি তাদের সর্বোত্তম পুরস্কার দান করুন।
উল্লেখ্য, নারী হাওজার কর্মকর্তাদের পক্ষ থেকে ২৮২ মিলিয়ন রিয়াল দান করা হয়েছে। অনুষ্ঠানের শেষে হরমুজগান প্রদেশের নারী তালেবাদের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।
আপনার কমেন্ট