হাওজা নিউজ এজেন্সি: গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বাঘায়ি বলেন, ইসরায়েলের এই মারণাঘাত যুক্তরাষ্ট্রের “গ্রিন সিগনাল (অনুমোদন)” নিয়ে পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত এই আক্রমণে কমপক্ষে ৪০৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সকল দেশ ও জাতিসংঘের প্রতি আহ্বান জানান, তারা যেন ইসরায়েলের এই নৃশংসতা বন্ধ করতে এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ নেয়।
বাঘায়ি আরও বলেন, ইসরায়েলের এই কর্মকাণ্ড যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থনে সংঘটিত হচ্ছে। তিনি মুসলিম বিশ্বের দায়িত্বের ওপর জোর দিয়ে বলেন, দখলকৃত ফিলিস্তিনে অতিরিক্ত হত্যা ও গণহত্যা রোধে তাদের এগিয়ে আসা উচিত।
ইরানের মুখপাত্র ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর প্রতি আহ্বান জানান, তারা যেন ইসরায়েলি নেতাদের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-তে দ্রুত বিচারের ব্যবস্থা করে এবং আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)-এর রায় বাস্তবায়নে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়।
এই পরিস্থিতিতে ইরানের এই বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে জোরালো প্রতিক্রিয়া ও পদক্ষেপের দাবি জানাচ্ছে।
আপনার কমেন্ট