শুক্রবার ২১ মার্চ ২০২৫ - ২২:২২
‘গাজায় সব কিছু ধ্বংস করো’

ইসরায়েলের সদ্য সাবেক সেনাপ্রধান হেরজি হালেভি ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে গাজায় যুদ্ধ শুরুর প্রথম ৪৮ ঘণ্টায় হওয়া এক গুরুত্বপূর্ণ আলোচনার বিস্তারিত প্রকাশ করেছে ইয়েদিয়োথ আহরোনোথ যেখানে হালেভিকে গাজার কিছু ধ্বংস করে দেয়ার নির্দেশ দিয়েছিল!

হাওজা নিউজ এজেন্সি: ইহুদিবাদী গণমাধ্যম ইয়েদিয়োথ আহরোনোথের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি ক্যাবিনেট বৈঠকে হালেভি জানান, “আমরা গাজায় ১,৫০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি।” এই বক্তব্য শোনার পর নেতানিয়াহু ক্ষুব্ধ হয়ে টেবিল চাপড়ে চিৎকার করে বলেন, “শুধু ১,৫০০ কেন? ৫,০০০ কেন নয়?”

উত্তরে হালেভি ব্যাখ্যা করেন, “আমাদের কাছে অনুমোদিত লক্ষ্যবস্তুর সংখ্যা ১,৫০০, এর বেশি নয়।” এতে নেতানিয়াহু আরও রুষ্ট হয়ে বলেন, “আমি লক্ষ্যবস্তুর সংখ্যা নিয়ে মাথা ঘামাই না—বাড়িঘর গুঁড়িয়ে দাও। গাজার সব কিছু ধ্বংস করে ফেলো।” এই আলোচনার মাধ্যমে ইসরায়েলি নেতৃত্বের গাজায় যুদ্ধের কৌশল ও মনোভাবের একটি চিত্র ফুটে উঠেছে।

ইয়েদিয়োথ আহরোনোথের প্রতিবেদনটি ইসরায়েলি সরকারের অভ্যন্তরীণ আলোচনার একটি অংশ উন্মোচন করেছে, যা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের তীব্রতা ও লক্ষ্য নিয়ে প্রশ্ন তুলেছে। নেতানিয়াহুর এই মন্তব্য ইসরায়েলি নীতির কঠোর অবস্থানকে প্রতিফলিত করে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বিতর্কের সৃষ্টি করতে পারে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha