বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ - ০৯:৩০
আয়াতুল্লাহ নূরী হামাদানীর ফিতরা সংক্রান্ত নির্দেশনা

আয়াতুল্লাহ নূরী হামাদানীর কার্যালয় ১৪৪৬ হিজরীর রমজান মাসের ফিতরার পরিমাণ ও অর্থমূল্য ঘোষণা করেছে।

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদন অনুযায়ী, আয়াতুল্লাহ নূরী হামাদানীর কার্যালয় এক বিজ্ঞপ্তিতে ১৪০৪ সৌর ও ১৪৪৬ চান্দ্র বছরের ফিতরা ও কাফফারার পরিমাণ নিম্নরূপ ঘোষণা করেছে:

বিসমিল্লাহির রাহমানির রাহীম

মুমিন-মুমিনাতদের সকল ইবাদত কবুল হওয়ার দোয়ার সাথে জানানো যাচ্ছে যে, মারজায়ে তাকলীদ আয়াতুল্লাহিল উজমা নূরী হামাদানী (দা. বা.)-এর ফতোয়া অনুযায়ী:

১. প্রত্যেক ব্যক্তির ফিতরা হিসেবে প্রায় ৩ কেজি গম, চাল বা অনুরূপ খাদ্যশস্য (যা রিসালায় উল্লেখ আছে) অথবা তার মূল্য প্রদান করতে হবে।

২. এ বছর ফিতরার মূল্য:

   - প্রধান খাদ্য গম: ৮০,০০০ তুমান
   - ইরানী চাল: ৪৫০,০০০ তুমান
   - বিদেশী চাল: ২০০,০০০ তুমান
   (স্থানীয় বাজারমূল্য ভিন্ন হলে সেটি অনুসরণ করতে হবে)

৩. কাফফারা:

   - অনিচ্ছাকৃত রোজা ভঙ্গের জন্য প্রতিদিন: ২০,০০০ তুমান
   - ইচ্ছাকৃত রোজা ভঙ্গের জন্য প্রতিদিন: ১,২০০,০০০ তুমান

আমরা সকলের জন্য আল্লাহ্র কাছে তাওফিক কামনা করছি।

[দ্রষ্টব্য: তুমান ইরানের মুদ্রা, বাংলাদেশি টাকায় রূপান্তর করতে হলে বর্তমান বিনিময় হার অনুযায়ী গণনা করতে হবে]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha