বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ - ১৩:০০
আয়াতুল্লাহ জাওয়াদি আমুলীর দপ্তর  কর্তৃক ঘোষিত ফিতরার পরিমাণ

আয়াতুল্লাহিল উজমা জাওয়াদি আমুলীর দপ্তর থেকে ফিতরার পরিমাণ ঘোষণা করা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহিল উজমা জাওয়াদি আমুলীর দপ্তর থেকে এ বছর ফিতরার পরিমাণ নির্ধারণ করে ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে:

ফিতরার নির্দেশনা:

- প্রত্যেক ব্যক্তির জন্য ফিতরা হিসেবে ৩ কিলোগ্রাম স্থানীয় প্রধান খাদ্যশস্য (গম, চাল বা অনুরূপ) অথবা বর্তমান বাজারমূল্য অনুযায়ী এর নগদ অর্থ প্রদান করতে হবে।

- ফিতরার পরিমাণ নির্ধারণ করা হবে সংশ্লিষ্ট অঞ্চলের প্রধান খাদ্যশস্যের ভিত্তিতে।

কাফফারার পরিমাণ:

- অনিচ্ছাকৃত রোজা ভঙ্গের জন্য: ২০,০০০ তুমান (প্রতিদিন)

- ইচ্ছাকৃত রোজা ভঙ্গের জন্য: ১,২০০,০০০ তুমান (প্রতিদিন)

গুরুত্বপূর্ণ তথ্য:

১. ফিতরা প্রদানের ক্ষেত্রে ব্যক্তির স্থানীয় প্রধান খাদ্যশস্যকে ভিত্তি হিসেবে ধরা হবে।

২. নগদ অর্থ প্রদানের ক্ষেত্রে বর্তমান বাজারদর অনুযায়ী হিসাব করতে হবে।

৩. কাফফারা প্রদানের ক্ষেত্রে নির্ধারিত পরিমাণ খাদ্যশস্য অথবা সমপরিমাণ অর্থ প্রদান করা যাবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha