শুক্রবার ২৮ মার্চ ২০২৫ - ১০:২৫
এ বছরের কুদস দিবসের মিছিল হবে সর্বসেরা, সর্বাধিক জাঁকজমক ও মর্যাদাপূর্ণ

ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী আজ সন্ধ্যায় একটি টেলিভিশন বার্তায় এই বছরের আন্তর্জাতিক কুদস দিবসের মিছিলের গুরুত্ব গত বছরের তুলনায় আরও বেশি বলে মূল্যায়নপূর্বক জোর দিয়ে বলেন, “ইনশাআল্লাহ, এই বছরের মিছিল হবে কুদস দিবসের সর্বসেরা, সর্বাধিক জাঁকজমক ও মর্যাদাপূর্ণ মিছিলগুলোর মধ্যে একটি।”

হাওজা নিউজ এজেন্সি: ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী তার বার্তায় উল্লেখ করেন যে, কুদস দিবসের মিছিল সবসময়ই ইরানি জাতির ঐক্য ও শক্তির প্রতীক। তিনি বলেন, “এই মিছিল এটাও প্রমাণ করে যে, ইরানি জাতি তার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও মৌলিক লক্ষ্যে অটল ও দৃঢ় এবং ফিলিস্তিনের সমর্থনের শ্লোগান কখনই ত্যাগ করবে না।”

আয়াতুল্লাহ খামেনেয়ী কুদস দিবসের মিছিলকে ইরানি জাতির গর্ব হিসেবে উল্লেখ করে বলেন, “গত ছেচল্লিশ বছর ধরে ইরানি জাতি রোজা রেখে এবং বিভিন্ন আবহাওয়া পরিস্থিতিতে কুদস দিবসের মিছিলে অংশগ্রহণ করেছে। এই অংশগ্রহণ শুধু বড় শহরগুলোতেই নয়, ছোট শহর ও গ্রামাঞ্চলেও হয়েছে।”

তিনি এই বছরের কুদস দিবসের মিছিলের গুরুত্ব গত বছরগুলোর তুলনায় আরও বেশি বলে উল্লেখ করেন এবং বলেন, “বিশ্বের বিভিন্ন জাতি এবং যারা ইসলামী ব্যবস্থার সাথে পরিচিত, তারা ইরানি জাতির পক্ষে। কিন্তু কিছু রাজনৈতিক গোষ্ঠী ও সরকার, যারা ইসলামী প্রজাতন্ত্রের বিরোধী, তারা ইরানি জাতির বিরুদ্ধে প্রচারণা চালিয়ে এই ধারণা দিতে চায় যে, ইরানি জাতির মধ্যে বিভেদ ও দুর্বলতা আছে। কিন্তু কুদস দিবসের মিছিল এই সব কৌশল ও মিথ্যা কথাকে ব্যর্থ করে দেবে।”

ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা শেষে আশাবাদ ব্যক্ত করেন যে, আল্লাহর সাহায্য ও অনুগ্রহে এই বছরের কুদস দিবসের মিছিল হবে সর্বসেরা, সর্বাধিক জাঁকজমক ও মর্যাদাপূর্ণ মিছিলগুলোর মধ্যে অন্যতম একটি।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha