হাওজা নিউজ এজেন্সি: ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এই সমাবেশে বক্তারা ইসরাইলি দখলদারিত্ব ও আমেরিকার সাম্রাজ্যবাদের তীব্র নিন্দা জানান। তারা ফিলিস্তিন, লেবানন ও ইয়েমেনে চলমান হামলায় প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তাকে সমালোচনা করেন।
সমাবেশে বক্তব্য রাখেন ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি কৃষিবিদ মীর সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মোজাফ্ফর হোসেন, আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মাওলানা শরিফুল ইসলাম এবং এম. এইচ কলেজের প্রভাষক মো. শাহিনুর রহমান।
বক্তারা বলেন, “ইসরাইল ও আমেরিকার হামলায় ইতিমধ্যে অর্ধ লক্ষাধিক নিরীহ ফিলিস্তিনি, লেবাননি ও ইয়েমেনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী, শিশু ও বৃদ্ধ। অথচ জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো নীরব ভূমিকা পালন করছে।” তারা সৌদি আরব, তুরস্ক, কাতার ও কুয়েতের মতো মুসলিম দেশগুলোর ইসরাইলের সঙ্গে সম্পর্ক জোরদার করার সমালোচনা করেন।
সমাবেশে অংশগ্রহণকারীরা ইসরাইলের পতাকায় অগ্নিসংযোগ করে এবং নেতানিয়াহুর কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ জানান। তারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলি আগ্রাসন ও আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার কমেন্ট