হাওজা নিউজ এজেন্সি: কাকি শহরের জুমার ইমাম বিশ্ব কুদস দিবস উপলক্ষে দেওয়া তার বক্তৃতায় বলেন, “কুদস দিবস কোনো ফিলিস্তিনি বা আরব ইস্যু নয়; বরং এটি একটি সর্বজনীন মানবিক ও আন্তর্জাতিক ইসলামি বিষয়।”
তিনি আরও বলেন, “ফিলিস্তিনের ন্যায্য সংগ্রামের পক্ষে দাঁড়ানো প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব।” ইমাম মুসা সাদরের বাণী উল্লেখ করে তিনি বলেন, “আমাদের ভাগ্য ও দ্বীন এক। আমাদের সংগ্রামও এক, আর ইসরাইল আমাদের সবার শত্রু।”
হুজ্জাতুল ইসলাম হোসাইন পূর বলেন, “মুমিনের জীবন আল্লাহর ইচ্ছার উপর ভিত্তিশীল। আমরা শুধু বস্তুগত শক্তির উপর নির্ভর করি না, বরং আল্লাহর অসীম শক্তির সাথে যুক্ত থাকি, যা সকল সীমাবদ্ধতার ঊর্ধ্বে।”
তিনি স্পষ্ট করে বলেন, “আল্লাহর পথে সংগ্রামের ফলাফল হলো বিজয় ও ঐশী সাহায্য। কিন্তু শত্রুর সাথে আপসকামিতা কখনই গ্রহণযোগ্য নয়। আমাদের এমনভাবে বাঁচতে হবে যেন আল্লাহর শত্রুরা আমাদের মোকাবিলায় ভীত থাকে।”
আপনার কমেন্ট