শনিবার ২৯ মার্চ ২০২৫ - ১১:০৭
ফিলিস্তিনি যোদ্ধাদের এই শক্তি ইমাম খোমেনি (রহ.)-এরই অবদান

পাকিস্তানের জামায়াতে ইসলামির উপপ্রধান বিশ্বব্যাপী কুদস দিবস পালনের গুরুত্ব তুলে ধরে বলেছেন, ইসলামি বিপ্লবের মহান প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি (রহ.)-এর এই আহ্বান ফিলিস্তিন ইস্যুকে জীবন্ত রেখেছে এবং জাতিগুলোকে সিয়োনিবাদী শাসনের বিরুদ্ধে জাগ্রত করেছে। তিনি জোর দিয়ে বলেন, “আজ ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের গর্ব ও শক্তি ইমাম খোমেনি (রহ.)-এরই ফল।”

হাওজা নিউজ এজেন্সি: পাকিস্তানের জামায়াতে ইসলামির বর্ষিয়ান রাজনীতিবিদ লিয়াকত বালোচ গতকাল শুক্রবার ইসলামাবাদে ইরনা'র সাথে একান্ত সাক্ষাৎকারে কুদস দিবস উপলক্ষে বলেন, “আল-আকসা তুফান অপারেশনের মাধ্যমে ফিলিস্তিনি মুক্তিযোদ্ধারা জেরুজালেম মুক্তির লক্ষ্যে যে বীরত্ব দেখিয়েছে, তা শত্রুদের ঘুম হারাম করেছে।” 

তিনি বলেন, “ইমাম খোমেনি (রহ.)-এর ঐতিহাসিক আহ্বানে প্রতি বছর রমজানের শেষ শুক্রবার বিশ্বজুড়ে কুদস দিবস পালিত হয়। এটি ফিলিস্তিনের স্বাধীনতা ও ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে এক অবিচল আন্দোলন।” 

এই পাকিস্তানি নেতা আরও বলেন, “আমেরিকা ও পশ্চিমাদের সমর্থনে গাজায় ইসরাইলের নির্মমতা কখনো ভুলে যাওয়া যাবে না। আল-আকসা তুফান অপারেশন দখলদার শক্তিকে মরণাঘাত দিয়েছে। আমরা বিশ্বাস করি, জায়োনিস্ট ও তাদের মিত্রদের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের এই শক্তি ইমাম খোমেনি (রহ.)-এরই অবদান।” 

তিনি উল্লেখ করেন, “গাজা যুদ্ধ শুরুর পর থেকে আমরা বিশ্বজুড়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো মানুষের জোরালো সমর্থন দেখছি, বিশেষত মুসলিম উম্মাহ ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার। কুদস দিবসে এই আন্দোলন চূড়ান্ত রূপ।” 

লিয়াকত বালোচ বলেন, “ইমাম খোমেনি (রহ.) কুদস দিবস প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিন ইস্যুকে প্রাণবন্ত রেখেছেন। আমাদেরও দায়িত্ব হলো এই আদর্শ ধারণ করে মুসলিম উম্মাহর প্রথম কিবলা জেরুজালেম মুক্তির সংগ্রামে অবদান রাখা।” 

তিনি দৃঢ়ভাবে বলেন, “আজ মুসলিম বিশ্ব জাগ্রত এবং বিজয় ফিলিস্তিন ও মুসলমানদেরই হবে। আমরা ইহুদিবাদী দখলদারিত্বের বিরুদ্ধে সর্বত্র প্রতিরোধ চালিয়ে যাব।” 

উল্লেখ্য যে, গতকাল শুক্রবার (২৭ রমজান) বিশ্ব কুদস দিবস উপলক্ষে পাকিস্তানের মুসলমানরা বিশ্বব্যাপী লক্ষাধিক মানুষের সাথে একযোগে “ইসরাইল ও আমেরিকার পতন হোক, ধ্বংস হোক” স্লোগান দেয় এবং ফিলিস্তিনিদের প্রতি তাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করে। 

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha