হাওজা নিউজ এজেন্সি, ইমাম খোমেনী (রহ.)-এর নামাজগাহে ঈদুল ফিতরের নামাজের খুতবায় তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র অঙ্গীকারভঙ্গকারী ও বিশ্বাসঘাতক। তাদের সাথে আলোচনা কেবল ইরানি জাতির জন্য অলাভদায়কই নয়, বরং ক্ষতিকরও। কারণ যুক্তরাষ্ট্র প্রতিটি চুক্তিতেই বারবার অঙ্গীকার ভঙ্গ করেছে।
তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক যুদ্ধ চালানোর শক্তি যুক্তরাষ্ট্রের নেই। তাদের নিজেদেরই স্বীকারোক্তি, ইরানের সাথে সামরিক সংঘর্ষে জড়ানোর সামর্থ্য তাদের নেই।
ইমাম হোসেইনী বলেন, যুক্তরাষ্ট্র চায় ইরানকে আলোচনার টেবিলে এনে তার প্রতিরক্ষা শক্তি হ্রাস করতে। কিন্তু ইরানি জাতি তাদের এই চক্রান্ত ব্যর্থ করে দেবে।
তিনি শেষে "সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ"-এর গুরুত্ব তুলে ধরে বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন সমাজের আধ্যাত্মিক ও মানসিক নিরাপত্তার গ্যারান্টি। সকলকে এটিকে বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো উচিত।
সংক্ষিপ্ত বিবরণ:
- যুক্তরাষ্ট্র ইরানের সাথে আলোচনাকে কৌশলগত সুবিধা অর্জনের হাতিয়ার হিসেবে দেখছে।
- ইরানের পরমাণু ও প্রতিরক্ষা শক্তি খর্ব করাই যুক্তরাষ্ট্রের মুখ্য লক্ষ্য।
- ইরানি নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্রের চুক্তি ভঙ্গের ইতিহাসকে জাতির সামনে উন্মোচন করছেন।
- সামাজিক ন্যায়বিচার ও নৈতিকতা প্রতিষ্ঠায় ধর্মীয় দায়িত্ব পালনের ওপর জোর দেওয়া হয়েছে।
(প্রতিবেদনটি হাওজা নিউজ এজেন্সির সৌজন্যে অনূদিত।)
আপনার কমেন্ট