বুধবার ২ এপ্রিল ২০২৫ - ২০:৩০
ইরানের পরোক্ষ আলোচনার প্রস্তাবে বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন

মিডিয়া সূত্রে দাবি করা হয়েছে, ইরানের পরোক্ষ পারমাণবিক আলোচনার প্রস্তাব নিয়ে সিরিয়াসলি বিবেচনা করছে হোয়াইট হাউস। 

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, অ্যাক্সিওস নামক এক নিউজ ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন ইরানের এ প্রস্তাব নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রাম্প একটি চুক্তিকে অগ্রাধিকার দিলেও তিনি হুমকি দিয়েছেন যে, চুক্তি না হলে "বোমাবর্ষণ করা হবে"!  

এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেই'র কাছে প্রেরিত ট্রাম্পের চিঠির জবাব পাওয়া গেছে। তিনি আরও জানান, ট্রাম্প সরাসরি পারমাণবিক আলোচনার প্রস্তাব দিলেও ইরান শুধুমাত্র ওমানের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনায় আগ্রহী।  

ট্রাম্প প্রশাসনের ধারণা, সরাসরি আলোচনায় সফলতার সম্ভাবনা বেশি। তবে তারা ইরানের প্রস্তাবিত ফরম্যাট পুরোপুরি নাকচ করে দিচ্ছে না এবং ওমানের মধ্যস্থতায় আপত্তি নেই, যেভাবে অতীতে এই আরব রাষ্ট্রটি মধ্যস্থতা করেছে। মার্কিন কর্মকর্তারা বলেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে অভ্যন্তরীণ পর্যায়ে আলোচনা চলমান।  

উল্লেখ্য, ট্রাম্পের হুমকির বিরুদ্ধে ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই জোর দিয়ে বলেছেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বোকামিপূর্ণ কোনো পদক্ষেপ নেয়, তাহলে তারা নিশ্চিতভাবে ধ্বংসাত্মক জবাব পাবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha