মঙ্গলবার ১ এপ্রিল ২০২৫ - ১২:৫৭
ইসলামী উম্মাহর বিজয় অবধারিত 

পবিত্র হারাম হজরত মাসুমা (স.)-এর তত্ত্বাবধায়ক ঈদে ফিতরের নামাজের খুতবায় বলেছেন: গাজার ঘটনাবলি ইসলামী উম্মাহর জন্য অত্যন্ত কঠিন। দখলদার সায়োনিস্ট সরকার শিশু ও রোগীদের হাসপাতালে শহীদ করছে। তবে বিজয় ইসলামী উম্মাহর নিয়তিতে রয়েছে।

হাওজা নিউজ এজেন্সির প্রতিবেদন: আয়াতুল্লাহ সৈয়দ মোহাম্মদ সাঈদী পবিত্র হজরত ফাতেমা মাসুমা (স.)-এর মাজারে ঈদে ফিতরের নামাজের খুতবায় বলেন: রমজান মাসে অর্জিত সর্ববৃহৎ আধ্যাত্মিক সম্পদ হলো তাকওয়া বা আল্লাহভীতি, যা সারা বছর সংরক্ষণ করা উচিত।  

কোমের জুমার ইমাম আরও বলেন: রমজান মাসে মানুষ "আমরা পারি" এর বাস্তব প্রকাশ ঘটায় এবং খাদ্য, পানীয় ও হারাম কাজ থেকে বিরত থাকে— যা অন্যান্য মাসেও সম্ভব।  

নেতৃত্ব পরিষদের এই সদস্য বলেন: মানুষের উচিত আর্থিক ইবাদত যেমন খুমুস ও যাকাতের প্রতি মনোযোগ দেওয়া এবং দুনিয়ায় থাকা পর্যন্ত এসব ফরজ আদায় করে যাওয়া।  

আয়াতুল্লাহ সাঈদী বলেন: আল্লাহ তায়ালা ঈদে ফিতরকে রোজাদারদের জন্য পুরস্কার ও অনুগ্রহের দিন নির্ধারণ করেছেন।  

তিনি বলেন: গাজার মর্মান্তিক ঘটনাবলি ইসলামী উম্মাহর জন্য অত্যন্ত গুরুতর। দখলদার সায়োনিস্ট সরকার শিশু ও অসুস্থদের হাসপাতালে শহীদ করছে। কিন্তু নিশ্চিতভাবে বিজয় ইসলামী উম্মাহর ভাগ্যেই লেখা আছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha