হাওজা নিউজ এজেন্সি: লেবাননের প্রেসিডেন্ট মিশেল আওন মঙ্গলবার ভোরে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে একে লেবাননের বিরুদ্ধে “শত্রুতাপূর্ণ অভিপ্রায়ের সুস্পষ্ট ইঙ্গিত” বলে অভিহিত করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, “ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রাখার ফলে বৈশ্বিক পর্যায়ে লেবাননের মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে জরুরি আলোচনা তীব্রতর করা এবং আমাদের ভূমির পূর্ণ সার্বভৌমত্বের অধিকারের পক্ষে তাদের সমর্থন আদায়ে আরও তৎপরতা প্রয়োজন।”
তিনি স্পষ্ট করেন, “২৬ নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর দ্বিতীয়বারের মতো বৈরুতের সীমান্তে এই হামলা লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের শত্রুতাপূর্ণ পরিকল্পনারই প্রতিফলন।”
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মঙ্গলবার ভোরে পূর্বসতর্কতা ছাড়াই বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের একটি বহুতল ভবনে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এ হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত ও সাতজন (একজন নারীসহ) আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার, তেল আভিভ ও লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর মধ্যে এক বছরব্যাপী যুদ্ধের পর নভেম্বরে স্বাক্ষরিত নাজুক যুদ্ধবিরতির পর ইসরায়েল প্রথমবারের মতো বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে বিমান হামলা চালায়।
হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম শনিবার সতর্ক করে বলেন, “ইসরায়েলের দখল তালিকায় লেবানন এখনও অন্তর্ভুক্ত। তাদের লক্ষ্য এখানে স্থায়ী সামরিক উপস্থিতি প্রতিষ্ঠা করা।”
তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করেন, “ইসরায়েল যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে, আমাদের বাধ্য হয়ে বিকল্প পন্থা বেছে নিতে হবে।”
আপনার কমেন্ট