বৃহস্পতিবার ৩ এপ্রিল ২০২৫ - ১৩:৫৬
আমরা ইরানের পাশে এবং আমেরিকার বিরুদ্ধে দাঁড়াব

ইরাকের প্রতিরোধ সংগঠন কাতায়েব সাইয়্যিদুল শুহাদার মহাসচিব আবু আলা আল-ওয়ালাই এক বার্তায় জোর দিয়ে বলেছেন যে সত্য ও মিথ্যার লড়াইয়ে নিরপেক্ষতা গ্রহণযোগ্য নয়। প্রয়োজন হলে যেকোনো সময় ইরানের পাশে দাঁড়ানো হবে।

হাওজা নিউজ এজেন্সি: কাতায়েব সাইয়্যিদুল শুহাদার মহাসচিব আবু আলা আল-ওয়ালাই এক বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি তাঁর দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। তিনি বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক্স (টুইটার) প্ল্যাটফর্মে এই বিবৃতি প্রকাশ করেন। 

তিনি ঐতিহাসিকভাবে সত্য ও মিথ্যার সংঘাতের উদাহরণ টেনে হযরত মুসা (আ.)-এর ফেরাউনের বিরুদ্ধে লড়াই এবং নবী মুহাম্মাদ (সা.)-এর আবু জেহেলের মুখোমুখি হওয়ার ঘটনা উল্লেখ করেন। তিনি এই সংঘাতকে বর্তমান সময়ে ইরান ও আমেরিকার মধ্যকার দ্বন্দ্বের সাথে তুলনা করেন। 

তিনি জোর দিয়ে বলেন, “যেকোনো পরিস্থিতিতে আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের পাশে থাকব। এটি আমাদের নীতিগত অবস্থান।” আবু আলা আল-ওয়ালাই আরও যোগ করেন, “যেভাবে আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছি, ঠিক তেমনই প্রয়োজন হলে ইরানকেও সমর্থন করব। কারণ আমাদের নীতিগুলো অপরিবর্তনীয়।”

তিনি তাঁর বার্তার শেষে আল্লাহ্কে সাক্ষী রেখে সত্যের পথে অটল থাকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha