বুধবার ২ এপ্রিল ২০২৫ - ১৭:৫৩
ইরানে প্রকৃতি দিবস, গাছপালা, ফুল ও বৃক্ষে নতুন প্রাণের প্রত্যাশা

প্রাচীনকাল থেকেই ইরানে নওরোজের ১৩তম দিনটি "সিজদাহ বেদার" বা প্রকৃতি দিবস (ন্যাচার ডে) হিসেবে পালিত হয়। প্রতি বছর ১৩ ফারভার্দিন (২ এপ্রিল) ইরানের জনগণ এই দিনটি উদযাপন করেন।  

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসলামী প্রজাতন্ত্র ইরানে এই দিনটি "সিজদাহ বেদার" নামেও পরিচিত। ইরান ও এই অঞ্চলের কিছু দেশে নতুন সৌর বছর বা নওরোজ উৎসব ১৩ দিন ধরে পালন করা হয়। প্রকৃতি দিবসে সারা ইরানে সাধারণ ছুটি থাকে। এই দিনে তেহরানসহ সমগ্র ইরানের পার্ক, বিনোদনকেন্দ্র ও প্রাকৃতিক উপত্যকাগুলোতে পরিবার-পরিজন নিয়ে পিকনিকের উদ্দেশ্যে মানুষের ভিড় জমে। শিশু ও তরুণেরা পার্ক ও বাগানে খেলাধুলায় মত্ত হয়, আর বয়োজ্যেষ্ঠরা কার্পেট ও চাদর বিছিয়ে অতীতের গল্পবলার মাধ্যমে আনন্দ উপভোগ করেন।  

এই উপলক্ষে লোকেরা নানারকম খাবার প্রস্তুত করে পার্ক, বাগান ও প্রাকৃতিক উপত্যকায় মাঠে বসে তা উপভোগ করে। নওরোজের ১৩তম দিনে ইরানি জনগণের এই ভ্রমণ ও উৎসবটি মূলত শান্তি ও সম্প্রীতির একটি বৈশ্বিক বার্তা বহন করে। এই দিনের রীতি-নীতির শিকড় প্রাচীন ইতিহাস ও সংস্কৃতিতে প্রোথিত।  

ইরানি জনগণ প্রকৃতি দিবসের রীতিকে আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা হিসেবে ব্যাখ্যা করেন। এই দিনে তারা গাছপালা, ফুল ও বৃক্ষে নতুন প্রাণের সঞ্চার প্রত্যক্ষ করার মাধ্যমে প্রকৃতির সাথে একাত্মতা অনুভব করেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha