হাওজা নিউজ এজেন্সি: ইরানের ধর্মীয় নগরী কোমের হাওজায়ে ইলমিয়ার একদল আলেম ও শিক্ষকের সাথে সাক্ষাতকালে আয়াতুল্লাহ নূরী হামাদানী বলেন, “বর্তমানে আমাদের মতো ধর্মীয় ব্যক্তিত্বদের দায়িত্ব হলো পরিস্থিতি বুঝতে পারা, সময়ের চাহিদা অনুধাবন করা এবং জনগণের সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া। যতদিন আমরা আল্লাহর সাথে থাকব, জনগণের পাশে থাকব, অন্যায়ের প্রতি উদাসীন হব না, সমাজে ঐক্য বজায় থাকবে, নেতৃত্বের প্রতি আস্থা রাখব—ততদিন এ সমস্ত সংকট কাটিয়ে উঠব। শত্রু চিরকালের মতো পরাজিত হবে।”
তিনি বলেন, “আমরা ধর্মীয় শিক্ষার্থী ও আলেমদের জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া উচিত নয়। আমি যতদিন শারীরিকভাবে সক্ষম ছিলাম, নিজেই বাজারে গিয়ে ক্রয় করতাম, বিভিন্ন প্রদেশে ভ্রমণ করতাম এবং সরাসরি মানুষের সাথে কথা বলতাম। এখনও আমি তাদের অবস্থা জানার চেষ্টা করি এবং সমস্যা সমাধানে নিজের সাধ্যমতো প্রচেষ্টা চালাই।”
এই মারজায়ে তাকলিদ বলেন, “ইমাম খোমেনী (রহ.) এই বিপ্লবের দুটি মূলনীতি নির্ধারণ করেছিলেন: ইসলাম ও প্রজাতন্ত্র। অর্থাৎ, ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ এবং জনগণের প্রতি মনোযোগ দেওয়া। বর্তমানেও একই নীতি প্রযোজ্য: ইসলামী নীতির পাশাপাশি জনগণের চাহিদা পূরণ। নিঃসন্দেহে মানুষ অর্থনৈতিক সংকটে ভুগছে। কর্তৃপক্ষের উচিত সর্বোচ্চ প্রচেষ্টা করে এ সমস্যা দূর করা। এটিই আমাদের এবং সকল ধর্মীয় নেতার দাবি, যা বারবার উত্থাপিত হয়েছে। তবে মিডিয়া তা যথাযথভাবে প্রচার করে না।”
তিনি যোগ করেন, “কেউ কেউ অভিযোগ করেন যে ধর্মীয় নেতারা কর্তৃপক্ষকে সমস্যার কথা জানান না। কিন্তু তা সত্য নয়। আমরা নিয়মিত সতর্ক করেছি।”
আয়াতুল্লাহ নূরী হামাদানী বিনিয়োগের সুযোগ বৃদ্ধি ও জটিলতা দূর করার ওপর জোর দিয়ে বলেন, “অর্থ দিয়ে টাকা উপার্জন করা যাবে না, দুর্ভাগ্যবশত কিছু ব্যাংক এই অবৈধ পথে চলেছে। টাকা দিয়ে উৎপাদনে বিনিয়োগ করতে হবে। রাষ্ট্রপতি মহোদয়ের বক্তব্যে আমি আনন্দিত হয়েছি যে তিনি ‘বছরের স্লোগান’ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। হ্যাঁ, বিনিয়োগ জোরদার করতে হবে এবং এই সুচিন্তিত স্লোগানকে কার্যকর করতে হবে।”
তিনি আরও বলেন, “ব্যাংক থেকে সুদ (রিবা) নির্মূল আমাদের আকাঙ্ক্ষা। এই হারাম কর্ম মানুষের জীবন ও সম্পদ ধ্বংস করেছে।”
পরিশেষে, তিনি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জ্ঞানচর্চা ও নৈতিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, “আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমরা ইমাম মাহদী (আ.)-এর উপস্থিতিতে কাজ করছি। আমাদের এমন কাজ করতে হবে যাতে আমরা তাঁর জন্য সৎ সৈনিকে পরিণত হতে পারি।”
আপনার কমেন্ট