শনিবার ৫ এপ্রিল ২০২৫ - ১২:০০
সুন্দরভাবে নামাজ পড়ো, যাতে তোমার সন্তানরাও নামাজি হয়!

সুন্দরভাবে নামাজ আদায় করা শুধু আল্লাহর সন্তুষ্টিই আনে না, বরং এটি পরবর্তী প্রজন্মের মধ্যে নামাজের প্রতি ভালোবাসা ও আগ্রহ সৃষ্টির মাধ্যমও বটে।  

হাওজা নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, মরহুম আয়াতুল্লাহ হায়েরি শিরাজী নামাজের সৌন্দর্য ও শিষ্ঠাচারের প্রতি গুরুত্বারোপ করে বলেছেন: সুন্দরভাবে নামাজ আদায় করা শুধু আল্লাহর সন্তুষ্টিই আনে না, বরং এটি পরবর্তী প্রজন্মের মধ্যে নামাজের প্রতি ভালোবাসা ও আগ্রহ সৃষ্টির মাধ্যমও বটে।  

তিনি বলেন, তোমার নামাজ সুন্দরভাবে পড়ো। পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুবিন্যস্ত স্থানে নামাজের জন্য জায়নামাজ বিছাও। নামাজের জন্য একটি নির্দিষ্ট কক্ষ বা স্থান নির্ধারণ করো। সেই স্থান যেন সুগন্ধিযুক্ত হয়।  

যখন তুমি আকর্ষণীয় ও হৃদয়গ্রাহীভাবে নামাজ পড়বে, তখন তোমার সন্তানও তোমার নামাজ পছন্দ করবে। যেভাবে আল্লাহ তোমার নামাজ পছন্দ করেন, সন্তানও তা পছন্দ করবে।  

কিন্তু তুমি যদি তাড়াহুড়ো করে নামাজ পড়ো, তবে তা না আল্লাহর সন্তুষ্টি আনে, না সন্তানের।  

এমন নামাজ পড়ো যা আল্লাহ পছন্দ করেন, যাতে তোমার সন্তানও তা পছন্দ করে। কারণ সন্তানের ফিতরাত (স্বভাব) আল্লাহপ্রদত্ত।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha