বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ - ০৮:০৫
নেয়ামতের শুকরিয়া আদায় না করার পরিণাম

আমিরুল মুমিনিন হযরত আলী (আ.) এক হাদিসে নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতার পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেন, অকৃতজ্ঞতার কারণে নেয়ামত মানুষের কাছ থেকে চলে যায় এবং তা যে আবার ফিরে আসবে—এর কোনো নিশ্চয়তা নেই।

হাওজা নিউজ এজেন্সি: আমিরুল মুমিনিন ইমাম আলী (আ.) বলেন,

 اِحْذَرُوا نِفارَ النِّعَمِ، فَما کُلُّ شارِدٍ بِمَرْدُودٍ

(অকৃতজ্ঞতার ফলে) নেয়ামত মানুষের হাতছাড়া হয়ে যায়, আর সেগুলো পুনরায় ফিরে আসবে—এর কোনো নিশ্চয়তা থাকে না।”

বিহারুল আনওয়ার, খণ্ড ৭১, পৃষ্ঠা ৫৪

আপনার কমেন্ট

You are replying to: .
captcha