হাওজা নিউজ এজেন্সি: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন নায়েরী ইসলামি বিপ্লবের শুরুর বছরগুলো থেকে দীর্ঘ সময় ধরে বিচার বিভাগে সক্রিয় দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়া তিনি দু’জন মহান শহীদ ভ্রাতারও স্বজন ছিলেন।
হযরত আয়াতুল্লাহ খামেনেয়ীর শোকবার্তা:
বিসমিল্লাহির রাহমানির রাহিম
বিচার বিভাগের সক্রিয় ও নিষ্ঠাবান ব্যক্তিত্ব এবং দু’জন মহান শহীদ ভ্রাতার স্বজন হুজ্জাতুল ইসলাম হাজী শেখ হোসেন আলী নায়েরীর মৃত্যুতে আমি তাঁর পরিবারবর্গ, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি তাঁর জন্য আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার অফুরান রহমত কামনা করছি।
সাইয়্যেদ আলী খামেনেয়ী
১৬ ফারভার্দিন ১৪০৪ (ইরানি সন), ৫ এপ্রিল , ২০২৫ ইং
আপনার কমেন্ট