রবিবার ৬ এপ্রিল ২০২৫ - ০০:২২
সর্বোচ্চ নেতার দপ্তরের আন্তর্জাতিক উপপ্রধানের বোনের ইন্তেকালে আয়াতুল্লাহ আরাফির শোকবার্তা

ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের আন্তর্জাতিক উপপ্রধানের বোনের মৃত্যুতে দেশটির হাওজায়ে ইলমিয়ার প্রধান আয়াতুল্লাহ আরাফি শোকবার্তা প্রকাশ করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ আলী রেজা আরাফি তাঁর শোকবার্তায় লিখেছেন: 

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!  

মাননীয় আয়াতুল্লাহ মোহসেন কুম্মী (দামাত বারাকাতুহু),
আসসালামু আলাইকুম বিমা সবারতুম,

আপনার প্রিয় বোনের (তাঁর সমাধি পবিত্র হোক) মৃত্যুতে আমি আপনাকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন তিনি এই বিদায়প্রাপ্তার জন্য উচ্চ মর্যাদা, হযরত সিদ্দিকা তাহেরা (সা.আ.)-এর সাথে মাশহুর এবং সেই মহান পরিবারের শহীদগণের সঙ্গ দান করেন। আর আপনাকে ও সম্মানিত পরিবারের সদস্যদেরকে সুস্থতা, সম্মান ও ঐশ্বর্য্যের সাথে ধৈর্য্য এবং আল্লাহর উত্তম পুরস্কার প্রদান করুন। 

আলী রেজা আ’রাফি,
ইরানের হাওজায়ে ইলমিয়ার প্রধান

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha