হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ মালেকী তাবরিজী ঘুমের আগে আত্মসমীক্ষার গভীর তাৎপর্য ব্যাখ্যা করেছেন। এই আমল কেবল আত্মসচেতনতার প্রতিই ইঙ্গিত করে না, বরং এটি ব্যক্তির আচরণ সংশোধন ও আল্লাহর সাথে সম্পর্ক সুদৃঢ় করার একটি মাধ্যম।
আয়াতুল্লাহ মালেকী তাবরিজীর বক্তব্য: “ঘুমানোর সময়ের একটি গুরুত্বপূর্ণ কর্তব্য হলো আত্মসমীক্ষা। এজন্য সকালে জেগে ওঠার পর থেকে রাতে শয়নের আগ পর্যন্ত নিজের সমস্ত কর্ম, আচরণ, কথাবার্তা ও কাজকর্মের হিসাব নেওয়া আবশ্যক।”
সূত্র: আসরারুস সালাত, খণ্ড- ১, পৃষ্ঠা- ৪৬৬
আপনার কমেন্ট