বুধবার ৯ এপ্রিল ২০২৫ - ১৬:১৫
যুক্তরাষ্ট্রের প্রতি অনাস্থার কারণে পরোক্ষ আলোচনায় জোর আয়াতুল্লাহ খামেনেয়ীর

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আস্থার অভাবের কারণে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষভাবে আলোচনা পরিচালনার নির্দেশনা দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: বুধবার পরমাণু খাতে বেশ কিছু নতুন অর্জন উদ্বোধনের এক অনুষ্ঠানে ভাষণদানকালে প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বিষয়ে সর্বোচ্চ নেতার দিকনির্দেশনার কথা তুলে ধরেন। 

তিনি জানান, আয়াতুল্লাহ খামেনেয়ী জোর দিয়ে বলেছেন, ওয়াশিংটনের সাথে আলোচনা হতে হবে অপ্রত্যক্ষ পদ্ধতিতে, মর্যাদা ও জাতীয় গৌরব রক্ষা করে। 

প্রেসিডেন্ট বলেন, “এটা গ্রহণযোগ্য নয় যে তারা (আমেরিকানরা) আমাদের সকল সম্পদ ও যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেবে, অতঃপর আমাদেরকে তাদের শর্ত মেনে আলোচনায় বসতে বলবে। আমরা আলোচনায় প্রস্তুত—যেমনটি সর্বোচ্চ নেতা বলেছেন—পরোক্ষভাবে, মর্যাদা, জাতীয় স্বার্থ ও সম্মান নিয়ে।”

তিনি জোর দিয়ে বলেন, “আমরা যেকোনো প্রয়োজনীয় নিশ্চয়তা দিতে প্রস্তুত যে আমরা পরমাণু অস্ত্রের পিছনে ছুটছি না। এটি হাজারবার পরীক্ষিত।”

সর্বোচ্চ নেতার সাথে তাঁর নিয়মিত সাক্ষাতের প্রসঙ্গ টেনে প্রেসিডেন্ট বলেন, “তিনি কখনোই ইরানে আমেরিকান বিনিয়োগের বিরোধিতা করেননি। তিনি তাদের ভুল নীতির বিরোধিতা করেন। ইরান এমন কোনো দেশ নয় যে এখানে ষড়যন্ত্র করা যাবে। তারা আমাদের জনগণের ওপর গোয়েন্দাগিরি করে, পরবর্তীতে তাদের হত্যার জন্য টার্গেট করে।”

প্রেসিডেন্ট ঘোষণা দেন যে পররাষ্ট্রমন্ত্রী আরাকচি রবিবার সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে অপ্রত্যক্ষ আলোচনায় বসবেন। “নির্দিষ্ট ইস্যুগুলিতে আমাদের অবস্থান—যা বারবার সর্বোচ্চ নেতা জোর দিয়েছেন—পরিষ্কার ও দৃঢ়। আলোচনা হবে এবং ইনশাআল্লাহ, ঐক্য ও সংহতির মাধ্যমে ইরানের মর্যাদা ও সম্মান দিনদিন বৃদ্ধি পাবে।”

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha