বুধবার ৯ এপ্রিল ২০২৫ - ১৭:০৬
তিউনিসিয়ায় গাজা সংহতিতে মৃত্যুবরণকারী তরুণের শোকার্ত মিছিল

তিউনিসিয়ার রাজধানীতে খালেদ ফারেস (২১) নামে এক তিউনিসিয় তরুণের শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাজাবাসীর প্রতি সংহতি জানাতে একটি মিছিলের সময় ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে ফিলিস্তিনি পতাকা উত্তোলনের চেষ্টা করলে তিনি প্রাণ হারান। খালেদ মিছিল চলাকালে একটি ভবন থেকে পড়ে গিয়ে মারা যান।  

হাওজা নিউজ এজেন্সি: স্থানীয় সূত্রে জানা গেছে, গাজায় চলমান ইসরায়েলি হামলা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে তিউনিসিয়াসহ বিশ্বজুড়ে চলা সংহতি মিছিলের অংশ হিসেবে স্থানীয় যুবকেরা এ অভিযানে নামেন। খালেদ ফারেস ফিলিস্তিনি পতাকা উড়ানোর সময় নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভবনের ওপর উঠলে ঘটনাটি ঘটে। তাঁর মৃত্যুতে দেশজুড়ে ক্ষোভ ও শোকের ছায়া নেমে আসে।  

তিউনিসিয়ার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এই ঘটনাকে “ফিলিস্তিনির মুক্তির লড়াইয়ে আত্মত্যাগ” হিসেবে অভিহিত করেছে। শোকার্ত মিছিলে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিন্দা ও ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানান।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha